Monday 30 May 2016

নতুন দেড় হাজার শিক্ষককে এমপিওভুক্তি


এক হাজার ৫৮৫ নতুন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৫৬৯ জনকে টাইম স্কেল ও ৬৫৭ জনকে বিএড স্কেল দেওয়া হবে।

এ ছাড়া কাগজ জালিয়াতি করে নতুন করে আবেদন জমা দেওয়া কয়েকজন সহকারী গ্রন্থাগারিককেও এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মে মাসের এমপিওর সভায় এসব সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ও নয় জন উপপরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

সোমবার মাউশি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রতিষ্ঠান পরিবর্তন করে দুই ধাপে ৩০৩ জন ও ১৩১ জনকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় ভুল সংশোধন অনুমোদন হয় এক হাজার ২০৩ জন শিক্ষক-কর্মচারীর। বকেয়া বেতন সংশোধন হয় ৩২১ জনের।

প্রসঙ্গত, প্রতি দুই মাসে একবার এমপিওর সভা অনুষ্ঠিত হয়। মার্চ মাসে নতুন এমপিওভুক্ত হয়েছিলেন তিন হাজার ৫৯৭ জন শিক্ষক-কর্মচারী।

উৎসঃ www.risingbd.com/

Thursday 19 May 2016

REB Job Circular 2016

REB Job Circular 2016



Bangladesh Rural Electrification Board (REB) recently published a big job circular.REB Job Circular 2016. REB mainly work to development our rural area Electricity supply. The Vision of REB is “Electricity for all by 2021” ant the mission of REB is “Provide quality electricity at grass root level in a democratic manner”.  REB trying to improve our rural electricity distribution and supply system.. Bangladesh Rural Electrification Board (REB) offering  verities category job . This Electrification Board is recruiting total five categories and total post 169. Rural Electrification Board REB Job Circular 2016.T he Rural Electrification Board of Bangladesh has been providing service to rural member consumers for over 39 years. Continued support from the Government of Bangladesh, the donor community, consulting partners, and member consumers will help this program continue to expand, providing the gift of electricity to millions more Bangladeshi households, businesses, and industries.REB trying to supply electricity for all household.



 Published Date: May 18, 2016
 Apply Online Starts: May 22, 2016
 Application Online Ending: June 22, 2016

REB Job Circular 2016



REB Job Circular 2016.Online application is not available now,candidates can apply from 22 May 2016.

Wednesday 18 May 2016

আবার আসছে ‘নকিয়া’



নকিয়া ফিরে আসছে নতুন রূপে।নকিয়ার স্মার্টফোন, ট্যাব, ফিচার ফোন পাওয়া যাবে বাজারে।কি অবাক হচ্নছেন ?না সত্যিই নোকিয়ার ফোন বাজারে আসছে।নোকিয়ার ব্র্যান্ড নাম ব্যবহার করে ফোন-ট্যাব তৈরি করবে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি।

নকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন তৈরির জন্য ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে নকিয়া। ওই প্রতিষ্ঠানটির কাছ থেকে ব্র্যান্ড লাইসেন্স ও মেধাস্বত্ব ফি হিসেবে অর্থ নেবে নকিয়া। 
আজ বুধবার নকিয়া ব্র্যান্ডের ফোন ও ট্যাবলেট তৈরির জন্য ১০ বছরের চুক্তি সই করেছে দুটি প্রতষ্ঠান।
একসময় বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা নকিয়া স্মার্টফোনের উত্থানের যুগে ভুল পদক্ষেপের কারণে অ্যাপল ও স্যামসাংয়ের কাছে মার খেয়েছে। ২০১৪ সালে মাইক্রোসফটের কাছে মোবাইল ফোন বিভাগটি বিক্রি করে দেয় নকিয়া। তবে মোবাইল ফোনের পেটেন্ট নিজের কাছে রেখে দেয় প্রতিষ্ঠানটি। এখন সরাসরি ফোন তৈরিতে না নামলেও ব্র্যান্ড লাইসেন্সিংয়ের মাধ্যমে আবার নকিয়া নামটি ব্যবহারের অনুমতি দিচ্ছে তারা। তবে মাইক্রোসফটের সঙ্গে চুক্তির কারণে আগামী বছরের আগে নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আসবে না। 

এদিকে নকিয়াকে কিনে নেওয়া মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছে, তাদের ফিচার ফোনের ব্যবসাটি তারা ফক্সকনের অঙ্গপ্রতিষ্ঠান এফআইএইচ ও এইচএমডির কাছে বেচে দেবে। চুক্তি অনুযায়ী, এইচএমডি ফিচার ফোনেও নকিয়ার ব্র্যান্ড নামটি ব্যবহার করতে পারবে।

বাংলাদেশের শিক্ষা বিষায়ক সকল ওয়েবসাইট

বাংলাদেশের শিক্ষা বিষায়ক সকল ওয়েবসাইট 


শিক্ষা মন্ত্রণালয় :                                                        www.moedu.gov.bd 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর :                                www.dshe.gov.bd 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর :                                           www.dpe.gov.bd 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় :                                   www.mopme.gov.bd 

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) :                      www.nape.gov.bd 

জাতীয় বিশ্ববিদ্যালয় :                                                www.nu.edu.bd, www.nubd.info 

এডুকার্নিভাল.কম :                                                    www.educarnival.com 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় :                                  www.bou.edu.bd 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) :        www.ugc.gov.bd 

ঢাকা বিশ্ববিদ্যালয় :                                                    www.du.ac.bd 

এডুকেশন বোর্ড রেজাল্ট :                                            www.educationboardresults.gov.bd 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড :                                       www.educationboard.gov.bd 

ঢাকা শিক্ষা বোর্ড :                                                       www.dhakaeducationboard.gov.bd 

বরিশাল শিক্ষা বোর্ড :                                                  www.barisalboard.gov.bd 

যশোর শিক্ষা বোর্ড :                                                     www.jessoreboard.gov.bd 

চট্টগ্রাম শিক্ষা বোর্ড :                                                    www.bise-ctg.gov.bd 

রাজশাহী শিক্ষা বোর্ড :                                                  www.rajshahieducationboard.gov.bd 

সিলেট শিক্ষা বোর্ড :                                                      www.bise-sylhet.gov.bd 

কুমিল্লা শিক্ষা বোর্ড :                                                      www.bise-sylhet.gov.bd 

দিনাজপুর শিক্ষা বোর্ড :                                                  www.dinajpureducationboard.gov.bd 

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড :                                     www.bmeb.gov.bd 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড :                                     www.bteb.gov.bd 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) :             www.nctb.gov.bd 

ই-বুক :                                                                          www.ebook.gov.bd 

শিক্ষক বাতায়ন :                                                            www.teachers.gov.bd 

অনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো :                                               www.bnfe.gov.bd 

ব্যানবেইস :                                                                     www.banbeis.gov.bd 

NTRCA:                                                                       http://ntrca.gov.bd/

All Public University:                                                  www.allpublicuni.com



List of all Public University in Bangladesh

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত


দেশের প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আজ বুধবার। এ জন্য দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষার কার্যক্রম এখন থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হলো। 

আজ সচিবালয়ে শিক্ষানীতি বাস্তবায়ন–সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা জানান। তাঁরা বলেন, এটা দেশের শিক্ষাক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন। 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষানীতির আলোকে আজ সিদ্ধান্ত নেওয়া হলো যে অষ্টম শ্রেণি পর্যন্ত সবধরনের শিক্ষা এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে। আপাতত যেখানে যেভাবে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা আছে, সেটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে গেল। এখন ওই মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে তারা এই কাজগুলো বাস্তবায়ন করবে। 

শিক্ষামন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়ে গেলেও এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি। প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়ে অনুমোদন নেওয়া হবে। প্রয়োজনে মন্ত্রিসভারও অনুমোদন নেওয়া হবে। তবে আজকের থেকে এই দিনটি ধরা হবে। শিক্ষার ক্ষেত্রে এত বড় মৌলিক পরিবর্তন আগে হয়নি। 

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, 'আজকের তারিখে কার্যক্রম শুরু করে দিলাম। নতুন অর্থবছরের আগেই আনুষঙ্গিক সব ঠিক করে ফেলা হবে।' 

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। 

সভায় শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত না থাকলেও একটি লিখিত বক্তব্য পাঠান। তা পড়ে শোনান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ। মুহম্মদ জাফর ইকবাল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সমালোচনা করে বলেন, এই পরীক্ষা বিপর্যয় ডেকে এনেছে।

Tuesday 17 May 2016

List of all Public University in Bangladesh


There are 37 public university is running under the University Grants Commission (UGC) in Bangladesh.



List of all Public University  in Bangladesh


1.            Bangabandhu Sheikh Mujib MedicalUniversity   

2.            Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University       

3.            Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University  
              
4.            Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University  

5.            BangladeshAgricultural University

6.            Bangladesh Open University   

7.            Bangladesh Textile University    

8.            Bangladesh Universityof Engineering & Technology

9.            Bangladesh University ofProfessionals

10.          Barisal University

11.          Begum Rokeya University

12.        Chittagong University of Engineering & Technology  

13.          Chittagong Veterinary and Animal Sciences University     

14.          Comilla University 

15.          Dhaka University of Engineering &Technology

16.          Hajee Mohammad DaneshScience & Technology University

17.          Islamic Arabia University

18.          Islamic University  
        
19.          Jagannath University

20.          Jahangirnagar University

21.          Jatiya Kabi Kazi Nazrul IslamUniversity

22.          Jessore University of Science &Technology

23.          Khulna University

24.          Khulna University of Engineering andTechnology

25.          Mawlana Bhashani Science &Technology University   

26.          National University

27.          Noakhali Science & TechnologyUniversity

28.          Pabna University of Science andTechnology

29.          Patuakhali Science And TechnologyUniversity

30.          Rajshahi University of Engineering& Technology

31.          Rangamati Science and TechnologyUniversity

32.          Shahjalal University of Science &Technology

33.          Sher-e-Bangla Agricultural University

34.          Sylhet Agricultural University

35.          University of Chittagong

36.          University of Dhaka

37.          University of Rajshahi

বিনামূল্যে সিনেমা দেখা ও ডাউনলোডের ঠিকানা



সিনেমা দেখতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। আর এখন উন্নত তথ্যপ্রযুক্তির যুগে নতুন বা পুরনো সিনেমা আর শুধুমাত্র সিনেমা হল কিংবা টিভিতেই দেখার প্রয়োজন হয় না। হাতে হাতেই এখন স্মার্টফোন। শুধু তাতে ডেটা প্যাক ভরলেই হলো। তাহলেই হাতের মুঠোয় দুনিয়াটা চলে আসবে। আপনিও যদি সিনেমাপ্রেমী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কয়েকটি ওয়েবসাইটের নাম দেওয়া হলো, যা থেকে আপনি বিনামূল্যে সিনেমা দেখতে ও ডাউনলোড করতে পারবেন। সিনেমা তো অনেক ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা যায়। কিন্তু কোন সিনেমা কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে ভালো কোয়ালিটির পাবেন তা কি জানেন? কিন্তু আপনি যদি পপকর্ন টাইম, শো বক্স কিংবা মুভি HD থেকে নতুন সিনেমা ডাউনলোড করেন, তাহলে এই ওয়েবসাইটে আপনি বিনামূল্যে সিনেমা দেখতেও পারবেন আবার ডাউনলোডও করতে পারবেন। শুধু আপনার স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড থাকতে হবে। তাহলেই আপনি এনজয় করতে পারবেন বিনামূল্যে সিনেমা দেখা। সূত্র : জিনিউজ 

IELTS প্রস্তুতি যেভাবে নিবেন






যারা উচ্চ শিক্ষা গ্রহনের জন্য বিদেশে পড়াশুনা করতে চাই তাদের কাছে আইইএলটিএস খুবই পরিচিত শব্দ।বর্তমানে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহন করতে চাইলে আইইএলটিএস এ স্কোর ভাল কারা ছারা কোন উপায় নাই। আগে শুধু যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীরাই আইইএলটিএস পরীক্ষায় অংশ নিতেন।তবে বর্তমানে যুক্তরাষ্ট্র,কানাডার,ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোও এটি গ্রহণ করছে। ইউরোপের দেশ জার্মানিতে পড়তে চাইলে আইইএলটিএস ছারা কোন বিকল্প নেই।যে কেউ এ পরীক্ষায় অংশ নিতে পারে। এর জন্য তেমন কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। 

পরীক্ষার পদ্ধতি

আইইএলটিএস পরীক্ষা দুই ধরনের হয়,
১।একাডেমিক ও
২।জেনারেল ট্রেনিং।

যারা স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে পড়াশোনার করতে চাই তাদেরকে  একাডেমিক মডিউলে পরীক্ষা দিতে হয়। আর ইমিগ্রেশনের জন্য সাধারণত জেনারেল ট্রেনিং মডিউলে পরীক্ষা দিতে হয়।

আইইএলটিএস পরীক্ষায়  দুই ধরনের(একাডেমিক ও জেনারেল ট্রেনিং) মডিউলেই চারটি সেকশন থাকে
Listening, Reading, Writing and Speaking।

লিসেনিং (Listening)


লিসেনিং (Listening) সেকশন এ কথোপকথন শুনে বোঝার ক্ষমতা যাচাই করা হয়।পরীক্ষার উত্তরপত্র হয় সাধারনত শুন্য স্থান পুরনের মত।কোনো বিষয়ে বক্তৃতা, কথোপকথন ইত্যাদি বাজিয়ে শোনানো হয় পরীক্ষার্থীদের। প্রশ্নের উত্তর দিতে হয় শোনা অংশ থেকেই । কেবল একবারই বাজিয়ে শোনানো হয় একটি বিষয়।এই সেকশন এ ৪০ টি প্রশ্ন থাকবে।

রিডিং (Reading)

এই সেকশন এ তিনটি বিভাগে ৪০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। নানা জার্নাল, বই, সংবাদপত্র, ম্যাগাজিন বা কোন গল্প থেকে কিছু অংশ তুলে দেওয়া হবে। সেখান থেকেই সংক্ষিপ্ত উত্তর,বাক্য পূরণ ও  সঠিক উত্তর খুঁজে বের করা ইত্যাদি থাকবে।

রাইটিং (Writing)

রাইটিং (Writing)  সেকশন এ পরীক্ষার্থীর ইংরেজি লেখার দক্ষতা যাচাই করা হয়। প্রথম প্রশ্নটিতে সাধারণত কোনো চার্ট অথবা ডায়াগ্রাম থাকবে। এ চার্ট অথবা ডায়াগ্রাম থেকে নিজের কথায় বিশ্লেষণধর্মী উত্তর লিখতে হয়। দ্বিতীয় প্রশ্নটি যুক্তি মূলক হয় ।এখানে সাধারণত কোনো বিষয়ের পক্ষে-বিপক্ষে মত বা যুক্তি উপস্থাপন করতে হয়।সময় থাকবে এক ঘণ্টা। 

স্পিকিং (Speaking)

এই সেকশন এ তিনটি অংশে মোটামুটি ১১ থেকে ১৪ মিনিটের পরীক্ষা হয়। প্রথম অংশে পরীক্ষার্থীকে কিছু সাধারণ প্রশ্ন করা হয় তার নিজের সম্পর্কে,যেমনঃ
পরিবার, পড়াশোনা, কাজ, বন্ধু ইত্যাদি। দ্বিতীয় অংশে একটি নির্দিষ্ট বিষযে দুই মিনিট কথা বলতে হয়। তৃতীয় অংশে পরীক্ষকের সঙ্গে চার থেকে পাঁচ মিনিটের জন্য  কোনো নির্দিষ্ট বিষয়ে কথোপকথন করতে হয়।

আইইএলটিএসের স্কোর

আইইএলটিএসের স্কোর এক থেকে নয়-এর স্কেলে দেওয়া হয়। চারটি সেকশনে আলাদাভাবে ব্যান্ড স্কোর দেওয়া হয়।এগুলোর গড় করে সম্পূর্ণ একটি স্কোর দেওয়া হয়।একাডেমিক মডিউলে সাধারনত ৬.৫ পেতে হয়, না হলে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না।

আইইএলটিএস এর প্রস্তুতি


আইইএলটিএস এর প্রস্তুতির শুরুতেই আপনার লক্ষ্য ঠিক করে নেয়া উচিত।পরীক্ষা দেওয়ার আগেই জেনে নিন ন্যূনতম কত স্কোর প্রয়োজন আপনার।প্রথমে একটা মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারেন। মক টেস্ট এর স্কোর দেখে বুঝতে পারবেন কোথায় আপনি দুর্বল।আপনার দুর্বল পয়েন্ট গুলো বের করে,সে অনুযায়ী প্রস্তুতির পরিকল্পনা করে নিন।প্রতিদিন নিয়ম করে প্রস্তুতি নিন আর আপনার দক্ষতা বাড়াতে থাকুন।অন্তত তিন মাস সময় হাতে নিয়ে প্রস্তুতি নেয়া ভালো।স্পিকিংয়ের জন্য বন্ধুবান্ধবের সঙ্গে এবং বাসায় ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। এভাবে কিছুদিন ধরে চর্চা করতে থাকুন।আইইএলটিএস পরীক্ষায় প্রশ্নের উত্তর তেমন কঠিন কিছু হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়াটাই চ্যালেঞ্জের বিষয়। এ জন্য প্রস্তুতির সময় ঘড়ি ধরে প্রশ্নপত্র সমাধান করতে হবে।কেমব্রিজ থেকে প্রকাশিত আইইএলটিএস পরীক্ষার পুরনো প্রশ্নপত্রের বই কিনতে পাওয়া যায়। এগুলো প্রতিদিন সমাধান করুন।

ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি এর মাধ্যমে আইইএলটিএস সম্পর্কে যেকোনো তথ্য পেতে পারেন।

কখন,কোথায় ও কীভাবে পরীক্ষা দেবেন

বাংলাদেশে  ব্রিটিশ কাউন্সিল ও আইডিপির আয়োজনে আইইএলটিএস পরীক্ষা দেওয়া যায়। প্রতি মাসেই নির্দিষ্ট তারিখে দুই বা তিনবার পরীক্ষা দেওয়া যায়। ওয়েবসাইটে অথবা ফোন করে পরীক্ষার তারিখ জেনে নিতে পারেন। দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফি এখন ১৩ হাজার ৮০০ টাকা। পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট ও দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি লাগবে। ছবি ছয় মাসের বেশি পুরোনো হলে তা গ্রহণ করা হবে না।আইইএলটিএস স্কোরের মেয়াদ দুই বছর।পরীক্ষার নিবন্ধনে এখন কিছুটা পরিবর্তন এসেছে। এখন অনলাইনে ফরম পূরণ করা যাবে। এরপর টাকা জমা দেওয়া যাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখায়। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে দেখে নিতে পারবেন কোন কোন শাখায় টাকা জমা দেওয়া যাবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর সেখানেই নির্দিষ্ট বাক্সে ডিপোজিট স্লিপ ও অনলাইনে পূরণ করা ফরমের প্রিন্ট করা কপি, ছবি ইত্যাদি প্রয়োজনীয় কাগজ রেখে দিতে হবে।ব্রিটিশ কাউন্সিল কর্তৃপক্ষ সেখান থেকে তা সংগ্রহ করে নেবেন।এরপর ফোনে বা এসএমএসের মাধ্যমে আপনাকে  জানিয়ে দেওয়া হবে পরীক্ষার সময়, স্থান, নিবন্ধন নম্বরসহ অন্যান্য তথ্য।
ঢাকা, চট্টগ্রাম, সিলেটে পরীক্ষা কেন্দ্রের বাবস্থা করে থাকে ব্রিটিশ কাউন্সিল।


যোগাযোগঃ
ফোন:আইডিপি বাংলাদেশ
০৯৬৬৬-৭৮২-৭৮২
ওয়েবসাইট: www.bangladesh.idp.com
ফোন: ব্রিটিশ কাউন্সিল
ঢাকা-০২৮৬১৮৯০৫
চট্টগ্রাম-০৩১৬৫৭৮৮৪-৬
সিলেট-৮২১৮১৪৯২৫।
ওয়েবসাইট: www. ielts.org, www.britishcouncil.org/bangladesh 




৭৯৬ টাকায় মার্কিন নাগরিকত্ব

মাত্র ৭৯৬ টাকায় মার্কিন নাগরিকত্ব




তরুণ-তরুণীদের ভিড় সিলেট প্রধান ডাকঘরে। তারা এসেছেন পোস্টাল ক্যাশ কার্ডের ফরম জমা দিতে,   ও কেউ এসেছেন ফরম নিতে।সবার মধ্যে আমেরিকায় (মার্কিন) যাওয়ার স্বপ্ন। ইউএস গ্রিনকার্ড লটারির আবেদনের ফি (!) জমা দেওয়ার জন্য তারা এসেছেন পোস্টাল ক্যাশ কার্ড (পিসিসি) করতে।

আবেদনের করার পর পিসিসির মাধ্যমে মাত্র বিডিটি ৭৯৬ টাকা পরিশোধ করলেই আমেরিকার স্থায়ী নাগরিকত্ব (গ্রিনকার্ড) পাওয়ার পথ সুগম হয়ে যাবে। লটারি জেতার জন্য বাকি প্রসেসিং ফি দিতে হবে কয়েকটি ধাপে। এমন লোভনীয় অফার দিয়ে প্রতারণার শুরু করেছে www.greencardvisa.us  নামক ওয়েবসাইট । এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন নেওয়া হচ্ছে কথিত এই লটারির।

ওয়েবসাইটটি  দেখা গেছে, সেখানে বাংলাদেশ থেকে চার হাজার লোক আমেরিকায় নেওয়ার ঘোষণা রয়েছে। সুযোগ রয়েছে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ারও। ওয়েবসাইটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের লোকজনের লটারিতে অংশ নেওয়ার সুযোগের কথা বলা হয়েছে। তবে ওয়েবসাইটটিতে ইংরেজির পাশাপাশি কেবলমাত্র বাংলা ভার্সন যুক্ত রয়েছে। ওয়েবসাইটে লটারির আবেদনপত্রে রেসিডেন্স নম্বরের জায়গায় পোস্টাল ক্যাশ কার্ড,

রেশন কার্ড বা সোশ্যাল সিকিউরিটি কার্ড নম্বর উল্লেখ করতে বলা হয়েছে।

সিলেট প্রধান ডাকঘরে টাকা জমা দিতে আসা দক্ষিণ সুরমার ভার্থখলার সাহেদ আহমদ জানান, অনলাইনে গ্রিনকার্ড লটারিতে অংশ নেওয়ার পর তার মোবাইল ফোন ও ই-মেইলে আবেদন গৃহীত হওয়ার বার্তা আসে। ই-মেইলে তাকে জানানো হয়েছে আবেদনটি প্রসেসিংয়ের জন্য তার পিসিসি থেকে ৯.৯৯ ডলারের সমপরিমাণ ৭৯৬ টাকা ৭০০৯০-১৩০০-০৬৩২-৯৯৮২৯ নম্বর পিসিসিতে ট্রান্সফার বা ০১৯৫৪৬৩২২২৩ নম্বরে বিকাশ করতে। তাই তিনি টাকা ট্রান্সফারের জন্য ডাকঘরে এসেছেন।

অনলাইনে লটারিতে অংশ নেওয়া বালুচরের লুত্ফুর রহমান জানান, তিনি প্রথম দফায় ৭৯৬ টাকা এবং পরে আরও এক হাজার টাকা পাঠান। তৃতীয় দফায় তার কাছে প্রসেসিং ফি বাবত আরও ১৮ হাজার টাকা দাবি করা হয়। তখন প্রতারণার বিষয়টি টের পেয়ে তিনি আর টাকা পাঠাননি।

অনলাইনে সার্চ দিয়ে দেখা গেছে www.greencardvisa.us ওয়েবসাইটির ডোমেইন ‘US Visa Counsel’ এর নামে মিরাজ হোসাইন নামক এক ব্যক্তি কিনেছেন। তার ঠিকানা দেওয়া হয়েছে ৩৫১০ ইন্টারন্যাশনাল ড্রাইভ এনডব্লিউ, ওয়াশিংটন ডিসি, ইউএস। গত ১১ মার্চ ডোমেইনটি এক বছরের জন্য কেনা হয়। মার্চে ওই ওয়েবসাইটটি চালুর পর থেকে সিলেটে পোস্টাল ক্যাশ কার্ড করতে আমেরিকায় যেতে আগ্রহীদের ভিড় লেগেই আছে।

পিসিসির দায়িত্বে থাকা সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার আবু সায়েদ জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে মাত্র পাঁচজন গ্রাহক পোস্টাল কার্ড নিয়েছেন। কিন্তু ওই ওয়েবসাইটটিতে গ্রিনকার্ড লটারির প্রলোভন দেওয়ার পর থেকে পিসিসির চাহিদা বেড়ে গেছে। এখন প্রতিদিন লোকজন পিসিসির জন্য ভিড় করছেন।

কিন্তু ক্যাশ কার্ড না থাকায় সবাইকে কার্ড দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি জানান, যেখানে বছরের প্রথম ৩ মাসে মাত্র ৫ জন ক্যাশ কার্ডের গ্রাহক হয়েছেন সেখানে ১ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত ১ হাজার ১৩১ জন গ্রাহক ক্যাশ কার্ড নিয়েছেন। পর্যাপ্ত কার্ড থাকলে আরও কয়েক হাজার গ্রাহক বাড়ত।

আবু সায়েদ আরও জানান, আমেরিকান লটারির জন্য পিসিসির মাধ্যমে টাকা নেওয়ার বিষয়টি ডাক বিভাগ অবগত নয়। তবে ৭০০৯০-১৩০০-০৬৩২-৯৯৮২৯ পিসিসি নম্বরে সন্দেহজনকভাবে টাকা ট্রান্সফার হওয়ায় ডাক বিভাগ থেকে ওই নম্বরে টাকা ট্রান্সফার বন্ধ করে দেওয়া হয়েছে।



উল্লেখ যে নতুন ডিবি লটারিরতে বাংলাদেশীদের আবেদনের কোন সুযোগ নেই।যারা জানেন না তারা নিচের লিঙ্কটি থেকে জেনে নিতে পারেন কোন কোন দেশ ডিবি লটারির জন্য আবেদন করতে পারবে।

List of countries by region whose natives are eligible for DV-2018



Monday 16 May 2016

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সুপারিশ সংসদীয় কমিটির

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সুপারিশ সংসদীয় কমিটির 




নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে তা পর্যায়ক্রমে এমপিওভুক্তির ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা প্রাপ্তি সহজীকরণেরও সুপারিশ করা হয়।

সোমবার (১৬ মে) বিকেলে দশম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।  বৈঠক শেষে কমিটি সভাপতি ডা. মো. আফছারুল আমীন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকের বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা প্রাপ্তি সহজীকরণ এবং নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নন-এমপিও শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে পর্যায়ক্রমে এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেন।

বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহাঃ মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু অংশগ্রহণ করেন।

বৈঠকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজী শিক্ষা পাঠদানকে আরো বেশি কার্যকর ও যুগোপযোগী করতে সুপারিশ করা হয়।
এছাড়াও বৈঠকে উল্লেখ করা হয় যে, বর্তমানে দেশে সর্বমোট ২৬,০৭৬ টি এমপিওভূক্ত এবং ৫২৪২টি সম্পূর্ণ এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ দেন।

উৎসঃ দৈনিকশিক্ষা

দীর্ঘ ২০ বছর পর বিএম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি

দীর্ঘ ২০ বছর পর বিএম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি






ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজে (বিএম) দীর্ঘ ২০ বছর পর একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের র্যাং কিংয়ে জাতীয় পর্যায়ে পঞ্চম অবস্থানে রয়েছে বরিশালের বিএম কলেজ।

শুধুমাত্র  বিজ্ঞান শাখায় চলতি শিক্ষাবর্ষে  তিনশ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এ লক্ষে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিএম কলেজের সহকারী অধ্যাপক জিএম জামাল উদ্দিন বলেন, ১৯৯৫/৯৬ সালের দিকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি  বন্ধ হয়ে যায়। এবার পুনরায় এইচএসসিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়া গেছে।

অধ্যাপক জিএম জামাল উদ্দিন বলেন, ইতোমধ্যে বিজ্ঞান বিভাগের দুইটি ভবনে ক্লাস নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


উল্লেখ্য ১৯৯৬ সালে মন্ত্রণালয়ের এক নির্দেশে দেশের এ গ্রেডের কলেজগুলোর উচ্চমাধ্যমিক কোর্স বাতিল করা হয়। 

বিস্তারিত জানতে কলেজের ওয়েবসাইটঃ   http://www.bmcollege.gov.bd/


৩৪ তম বিসিএস এর চূড়ান্ত ক্যাডার লিস্ট




৩৪ তম বিসিএস এর চূড়ান্ত ক্যাডার লিস্ট

Cadres List of 34th BCS   



আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় ৩৪তম বিসিএস এর নিয়োগপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। প্রজ্ঞাপনে ৩৪তম বিসিএসে ২ হাজার ২০ জন ক্যাডারকে নিয়োগের জন্য চূড়ান্ত  করা হয়।আজ(১৬ ই মে) সোমবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্তদেরকে আগামী ১ জুন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
ক্যাডার অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের তালিকা
১।প্রশাসন (সহকারী কমিশনার)-২৭৯ জন।
২।পররাষ্ট্র (সহকারী সচিব)-২১ জন।
৩।পুলিশ (সহকারী পুলিশ সুপার)-১৪২ জন।
৪।আনসার (সহকারী পরিচালক)-২১ জন।
৫। নিরীক্ষা ও হিসাব (সহকারী মহা-হিসাব রক্ষক)-০৩ জন।
৬।কর (সহকারি কর কমিশনার)-৩৫ জন।
৭।সমবায় (সহকারী নিবন্ধক)-০২ জন।
৮।ইকনমিক(সহকারী প্রধান)-২১ জন।
৯।খাদ্য (সহকারি খাদ্য নিয়ন্ত্রক)-০৫ জন।
১০।তথ্য (সহকারী পরিচালক/বার্তা নিয়ন্ত্রক)-৩০ জন।
১১।পরিবার পরিকল্পনা (পরিবার পরিকল্পনা কর্মকর্তা)-০৯ জন।
১২।ডাক (সহকারি পোস্টমাস্টার জেনারেল)– ০২ জন।
১৩।মতস্য(উপজেলা মৎস্য কর্মকর্তা)-৬৯ জন।
১৪।পশুসম্পদ (সার্জন/কর্মপকর্তা/প্রভাষক/হাস-মুরগী)-৫৮ জন।
১৫।কৃষি (সপম্রসারন কর্মকর্তা/পরিচালক/প্রকৌশলী)-২৮০ জন।
১৬।স্বাস্থ্য (সহকারী সার্জন/ডেন্টাল সার্জন)-২২০ জন।

৩৪ তম বিসিএস এর চূড়ান্ত ক্যাডার লিস্ট জানতে নিচের লিঙ্কটি ব্যাবহার করুন।

৩৪ তম বিসিএস এর চূড়ান্ত ক্যাডার লিস্ট 



Saturday 14 May 2016

লাখ টাকা করা হবে শিক্ষকদের বেতন: শিক্ষামন্ত্রী

লাখ টাকা করা হবে শিক্ষকদের বেতন: শিক্ষামন্ত্রী


বাড়তি আয় এর  চিন্তা বন্ধ করে শিক্ষকদের ক্লাসে মনযোগী হওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, কোনোভাবেই কোচিং বাণিজ্য চলবে না। প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে কথা বলে নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নিন। আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর আপনারা। শিক্ষকদের বেতন দ্বিগুণ হয়েছে, ভবিষ্যতে বেতন প্রয়োজনে লাখ টাকা করা হবে।

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের অধ্যক্ষদের নিয়ে শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আলোচনা সভায় বিভিন্ন কলেজের প্রায় ৫৩৫ জন অধ্যক্ষ অংশ নেন। অধ্যক্ষরা তাদের বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা, অসঙ্গতি এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‌‌‘বর্তমান উপাচার্যের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালযের বিভিন্ন সমস্যা সমাধান করে আমরা এই বিশ্ববিদ্যালয়কে কিভাবে আরো আধুনিক এবং গতিশীল করে তুলতে পারি সেজন্য কাজ চলছে। অচিরেই জাতীয় বিশ্ববিদ্যালয় দক্ষ মানব সম্পদ গড়ার কারিগরে পরিণত হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য ড. হারুন-অর-রশিদ বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করে। আর আমরা যদি আমাদের শিক্ষার মান উন্নত করে আধুনিক বিশ্বের শিক্ষা ব্যবস্থার সমতুল্য করে তুলতে পারি তাহলে দেশে আমরা মানবশক্তি গড়ে তুলতে পারব।





টাইটানিকের থেকে ৫ গুণ বড় প্রমোদতরী নামছে সমুদ্রযাত্রায়



টাইটানিকের চেয়ে পাঁচগুন বড় এক প্রমোদতরী নামছে সমুদ্রযাত্রায়। রোববার, ফ্রান্স থেকে ইংল্যান্ডের উদ্দেশে শুরু হবে যাত্রা। ১৬ তলা উঁচু আর ৩৬২ মিটার দীর্ঘ জাহাজটির নাম হারমোনি অফ দ্যা সিস। মার্কিন প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ানের জন্য, এই প্রমোদতরী নির্মাণ করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান এসটিএক্স।

বিলাসবহুল প্রমোদতরী মানেই টাইটানিক। ১৯১২ সালে সাগরে পাড়ি জামনো জাহাজটির পরিণতি সুখকর না হলেও এখনো বিশ্বের বড় জাহাজ বলতেই চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের ছবি।


এবার সেই টাইটানিকের চেয়ে ৫ গুণ বড় জাহাজ নিয়ে এলো যুক্তরাষ্ট্রের রয়্যাল ক্যারিবিয়ান প্রতিষ্ঠান। যার নাম হল হারমোনি অব দা সিস। এর ১৬টি তলায় একসঙ্গে ভ্রমণ করতে পারবে ছয় হাজার যাত্রী। তাদের সেবা দিতে জাহাজে থাকবে দুই হাজার ক্রু।

আইফেল টাওয়ার দেখতে প্যারিসে আনাগোনা চলে সারা বছর। সেই আইফেল টাওয়ারের চেয়েও এই জাহাজের দৈর্ঘ্য ৫০ মিটার বেশি। লম্বায় ৩৬২ মিটার আর উচ্চতা ৭০ মিটার। নির্মাণে ব্যয় হয়েছে ১১০ কোটি ডলার।

রোপ স্লাইড, মিনি গল্ফ, ক্যাসিনো, প্রায় দেড় হাজার আসনের থিয়েটার, চোখ ধাধানো সব আয়োজনের পসরা রয়েছে এই প্রমোদতরীতে। রয়েছে ১২ হাজার প্রজাতির গাছপালা। অন্যতম আকর্ষণ দশ তলা বিশিষ্ট ওয়াটার স্লাইড।

যুক্তরাষ্ট্রের রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির জন্য, ২০১৩ সালের সেপ্টেম্বরে, প্রায় সোয়া লাখ টন ওজনের জাহাজটির নির্মাণ শুরু করে ফ্রান্সের জনপ্রিয় নির্মাতা প্রতিষ্ঠান এসটিএক্স। আড়াই হাজার শ্রমিকের এক কোটি কর্মঘণ্টায় শেষ হয় কাজ।

National University College Ranking 2015

National University College Ranking 2015



National University of Bangladesh announced National University College ranking 2015.Today Vice Chancellor of National University Prof.Dr.Harunar Rashid announced National University College Ranking 2015 with a Press brefing.

National University College Ranking 2015:

Nationally  Five Best College :Rajshahi College,Eden Women College,Dhaka College,Commerce College(Private) and Brojomohon College(BM).

Nationally best Government College: Rajshahi College.
Nationally best Women College:Eden Mohila College.
Nationally Best Private College:Dhaka Commerce College.

The Best ten College in Dhaka-Mymensingh Zone:
Dhaka College,Eden Mohila College,Ananda mohan college mymensingh,Govt.Sadat College Tangail,Govt Titumir College,Govt. Bangla College,Dhaka City College and Govt.Bangla College.

The Best ten College in Rajshahi Zone:
Rajshahi College,Govt.Azizul Haque College Bogora,Sirajgong Govt.College,Vhabanigong Govt.College Rajshahi,Sayed Ahmed College Bogora,Rajshahi Govt.Mohila College,Chapainababgong Govt.College,Naogaon Govt.College,Govt.Mujibur Rahman Mohila College,New Govt.Degree College Rajshahi.


The Best ten College in Chittagong Zone:   

Chittagong Govt.College, Govt.Victora College Comilla,Feni Govt.College,Govt.City College Chittagong,Govt.Mohila College Chittagong,Govt.Hazi Muhammad Mohsin College Chittagong,Govt.Potia College Chittagong,Govt.College Laximipur,Govt.College B.Bara and Omar Gani MES College(Private).

The Best ten College in Khulna Zone:

Govt.MM College,Kumira Mohila Degree College,Govt.Mohila College Jeshore,Chuyadanga Govt.College,Upshahor Mohila Degree College Jeshore,Shatkhira City College,Kushtiya Mohila College,Govt.PC College Bagerhat,Shamnagor Mohsin College Shatkhira and Noyapara College Jeshore.

The Best nine College in Barishal Zone:

BM College,Govt,Mohila College Barishal,Govt.College Barishal,Govt.Vhola College,Govt.Borguna College,Sayed Hatem Ali College,Govt.Pirojpur College,Sarwardi College,Charfashion College Bhola and Govt Fazlul Haque College Barishal.


The Best eight College in Shylet Zone:

Shylet MC College,Govt Brindabon Dash College,Govt.Mohila College shylet,Govt.Moulovibazar College,Madhonmohon College,Govt.Shunamgong College,South Surma College and Govt.Srimongil College.


The Best ten College in Rangpur Zone:

Karmaikal College,Govt.Dinajpur College,Alimuddin College,Govt.Begum Rokey College,Kuriggram Govt.College,Lalmonirhat Uttor Bangla College,Govt.Nilphamari College,Dinajpur Govt.College,Govt.Lalmonirhat College and Govt.Rangpur College.


জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং ২০১৫




রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ (বেসরকারি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজকে জাতীয়ভাবে শ্রেষ্ঠ কলেজ হিসেবে ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

জাতীয় বিশ্ববিদ্যালয় এর  উদ্যোগে করা এক র্যা ঙ্কিংয়ের ভিত্তিতে এই ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।শনিবার রাজধানীর বিশ্ববিদ্যালয়টির নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যা ঙ্কিংয়ের ফল ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য হারুন-অর-রশিদ।

৩১টি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ৬৮৫টি কলেজের ২০১৫ সালের তথ্যের ভিত্তিতে এই র্যা ঙ্কিং করা হয়।


এতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচটি, সেরা মহিলা কলেজ একটি, সেরা সরকারি কলেজ একটি, সেরা বেসরকারি কলেজ একটি এবং সাতটি আঞ্চলিক পর্যায়ের প্রতিটিতে সর্বোচ্চ ১০টি করে কলেজকে সেরা কলেজ হিসেবে ঘোষণা দেওয়া হয়। 
জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজঃ ইডেন মহিলা কলেজ
জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজঃ রাজশাহী কলেজ 
 জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজঃঢাকা কমার্স কলেজ।



ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের সেরা ১০ঃ ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ, ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ঢাকার কবি নজরুল সরকারি কলেজ।

চট্টগ্রাম অঞ্চলের সেরা ১০ঃচট্টগ্রাম সরকারি কলেজ, কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজ, ফেনী সরকারি কলেজ, চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, চট্টগ্রামের সরকারি মহিলা কলেজ, চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, এবং চট্টগ্রামের ওমরগণি এম ই এস কলেজ (বেসরকারি)।

রাজশাহী অঞ্চলের সেরা ১০ঃ রাজশাহী কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, রাজশাহীর ভবানীগঞ্জ কলেজ, বগুড়ার সৈয়দ আহমদ কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ, নওগাঁ সরকারি কলেজ, বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ও রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ।

খুলনা অঞ্চলের সেরা ১০ঃযশোরের সরকারি এম এম কলেজ, সাতক্ষীরার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, যশোরের সরকারি মহিলা কলেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, যশোরের উপশহর মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরা সিটি কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, বাগেরহাটের সরকারি পি সি কলেজ, সাতক্ষীরার সরকারি শ্যামনগর মহসীন কলেজ ও যশোরের নওয়াপাড়া কলেজ।

বরিশাল অঞ্চলের সেরা সেরা ৯ঃবি এম কলেজ, বরিশালের সরকারি মহিলা কলেজ, সরকারি বরিশাল কলেজ, ভোলা সরকারি কলেজ, বরগুনা সরকারি কলেজ, বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, ভোলার চরফ্যাশন সরকারি কলেজ ও বরিশালের সরকারি ফজলুল হক কলেজ।

সিলেট অঞ্চলের সেরা ৮ঃসিলেটের এম সি কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ, সিলেটের সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, সিলেটের মদনমোহন কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সিলেটের দক্ষিণ সুরমা কলেজ ও মৌলভীবাজারের সরকারি শ্রীমঙ্গল কলেজ।

রংপুর অঞ্চলের সেরা ১০ঃ রংপুরের কারমাইকেল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, লালমনিরহাটের আলিমুদ্দিন কলেজ, রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, লালমনিরহাটের উত্তরবাংলা কলেজ, নীলফামারী সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, রংপুর সরকারি কলেজ।

বরিশাল ও সিলেট  অঞ্চলে ১০টি কলেজ পাওয়া যায়নি।২০ মে এসব কলেজকে স্মারক সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদান করা হবে।জাতীয় বিশ্ববিদ্যালয় এর উপাচার্য দাবি করেন, এ ধরনের আয়োজন দেশে প্রথম।

Thursday 12 May 2016

List of countries by region whose natives are eligible for DV-2018




The list below shows the countries whose natives are eligible for DV-2018, grouped by geographic region.

AFRICA

Algeria
Angola
Benin
Botswana
Burkina Faso
Burundi
Cameroon
Cape Verde
Central African Republic
Chad
Comoros
Congo
Congo, Democratic Republic of the
Cote D’Ivoire (Ivory Coast)
Djibouti
Egypt*
Equatorial Guinea
Eritrea
Ethiopia
Gabon
Gambia, The
Ghana
Guinea
Guinea-Bissau
Kenya
Lesotho
Liberia
Libya
Madagascar
Malawi
Mali
Mauritania
Mauritius
Morocco
Mozambique
Namibia
Niger
Rwanda
Sao Tome and Principe
Senegal
Seychelles
Sierra Leone
Somalia
South Africa
South Sudan
Sudan
Swaziland
Tanzania
Togo
Tunisia
Uganda
Zambia

Zimbabwe

ASIA

Afghanistan
Bahrain
Bhutan
Brunei
Burma
Cambodia
Hong Kong Special Administrative Region**
Indonesia
Iran
Iraq
Israel*
Japan
Jordan*
Kuwait
Laos
Lebanon
Malaysia
Maldives
Mongolia
Nepal
North Korea
Oman
Qatar
Saudi Arabia
Singapore
Sri Lanka
Syria*
Taiwan**
Thailand
Timor-Leste
United Arab Emirates
Yemen

EUROPE

Albania
Andorra
Armenia
Austria
Azerbaijan
Belarus
Belgium
Bosnia and Herzegovina
Bulgaria
Croatia
Cyprus
Czech Republic
Denmark (including components and
dependent areas overseas)
Estonia
Finland
France (including components and
areas overseas)
Georgia
Germany
Greece
Hungary
Iceland
Ireland
Italy
Kazakhstan
Kosovo
Kyrgyzstan
Latvia
Liechtenstein
Lithuania
Luxembourg
Macau Special Administrative Region**
Macedonia
Malta
Moldova
Monaco
Montenegro
Netherlands (including components and
dependent areas overseas)
Northern Ireland**
Norway
Poland
Portugal (including components and
dependent areas overseas)
Romania
Russia
San Marino
Serbia
Slovakia
Slovenia
Spain
Sweden
Switzerland
Tajikistan
Turkey
Turkmenistan
Ukraine
Uzbekistan
Vatican City



NORTH AMERICA

The Bahamas
In North America, natives of Canada and Mexico are not eligible for this year’s diversity program.

OCEANIA

Australia (including components and
dependent areas overseas)
Fiji
Kiribati
Marshall Islands
Micronesia, Federated States of
Nauru
New Zealand (including components and
dependent areas overseas)
Palau
Papua New Guinea
Solomon Islands
Tonga
Tuvalu
Vanuatu
Samoa

SOUTH AMERICA, CENTRAL AMERICA, AND THE CARIBBEAN

Antigua and Barbuda
Argentina
Barbados
Belize
Bolivia
Chile
Costa Rica
Cuba
Dominica
Grenada
Guatemala
Guyana
Honduras
Nicaragua
Panama
Paraguay
Saint Kitts and Nevis
Saint Lucia
Saint Vincent and the Grenadines
Suriname
Trinidad and Tobago
Uruguay
Venezuela


Source:DV-2018 Lottery Home


List of countries by region whose natives are not eligible for DV-2018