Sunday 1 May 2016

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপান সরকারের Monbukagakusho স্কলারশিপ ২০১৭ (Monbukagakusho Scholarship for Bangladeshi Students 2017)

Monbukagakusho Scholarship for Bangladeshi Students:


জাপান সরকার এর প্রদত্ত মনবুকাগাকাশো (Monbukagakusho) বৃত্তি ২০১৭ এর সার্কুলার হয়েছে।বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্থ আহ্বান করা হয়েছে।জাপানে স্নাতক,কলেজ অব টেকনোলজি এবং স্নাকত্তর ও পিইচডি পড়তে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।প্রতিটি প্রোগ্রামে  ৫০ জন করে মোট ১৫০ জনকে প্রাথমিক ভাবে মনোনীত করা হবে।মনোনীতদেরকে ফাইনাল সাক্ষাৎকার এর মাধ্যমে চূড়ান্ত ভাবে মনোনীত করা হবে।আবেদনের সময় সিমাঃ ১৫ মে ২০১৬।

Program সমূহঃ

1.Undergraduate
2.College of Technology
3.Research (Masters & Phd)

আবেদনের যোগ্যতাঃ


উল্লেখ্য জাপানিজ ভাষা জানা এবং টোফেল ও আইলটিএস জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।আবেদনের শেষ তারিখঃ১৫ মে ২০১৬।আবেদন করা যাবে শিক্ষা মন্ত্রনালয় এর অফিসিয়াল ওয়েবসাইট (http://www.banbeis.gov.bd/MEXT/) থেকে।

আবেদন ফর্মের  লিঙ্ক ঃ

Application Form For Japan Govt.(Monbukagakusho) Scholarship-2017




No comments:
Write comments