Wednesday 27 July 2016

৪২৩টি শূন্য পদে রূপালী ব্যাংকে নিয়োগ



       ৪২৩টি শূন্য পদে রূপালী ব্যাংকে নিয়োগ 



Friday 22 July 2016

BREB Assistant Engineer MCQ Test Result 2016


BREB Assistant Engineer MCQ Test Result 2016 will be published today after evening. BREB authority has declared that BREB Assistant Engineer MCQ Test Result 2016 will be published today after 5.00PM. But not published BREB Assistant Engineer MCQ Test Result 2016.After publishing BREB Assistant Engineer MCQ Result 2016,We will publish it as soon as possible.To get BREB Assistant Engineer MCQ Test Result 2016 keep with us.You get BREB Assistant Engineer MCQ Test Result 2016 from BREB Official Website.

BREB Assistant Engineer MCQ Test Result 2016



The Rural Electrification Board of Bangladesh has been providing service to rural member consumers for over 38 years. Continued support from the Government of Bangladesh, the donor community, consulting partners, and member consumers will help this program continue to expand, providing the gift of electricity to millions more Bangladeshi households, businesses, and industries.
Rural Electrification Board Act, 2013 has been established instead of Rural Electrification Board Ordinance, 1977 (Ordinance No. LI of 1977) and The name of Board is Bangladesh Rural Electrification Board. Which was responsible for electrifying rural Bangladesh. Since its inception, the purpose of the program has been to use electricity as a means of creating opportunities for improving agricultural production and enhancing socio-economic development in rural areas, whereby there would be improvements in the standard of living and quality of life for the rural people.

Tuesday 21 June 2016

Agrani Bank Officer(Cash) Job Circular 2016



Agrani Bank Officer(Cash) Job Circular 2016 has been published. This job circular is eligible all people of Bangladeshand. Agrani Bank Job Circular Officer(Cash) application deadline 11th July, 2016. The job applicant online apply start 21th June, 2016 and continue up to 11th July, 2016.Agrani Bank Limited, a leading commercial bank with 889 outlets strategically located in almost all the commercial areas throughout Bangladesh. Agrani Bank Job Circular 2016 published today this job position is Officer(Cash).

Agrani Bank Job Summary:

■ Job Title:Officer(Cash)
■ Job Description: Agrani Bank Job Circular name is Officer(Cash). This job is eligible for all people of Bangladesh and also freedom fighter children.
■ Published Date: June 21, 2016
■ Online Application Starts: June 21, 2016
■ Application Deadline: July11, 2016
■ Job Nature: Full-time
■ Job Type: Banking (Agrani Bank)
■ Employment Type: Permanent
■ Education Qualification: See Job Advertisement.
■ Job Experience: Nil.
■ Gender: Both (Male & Female)

 Compensation and Benefit: Salary Range: Officer(Cash)- BDT-38,640.
■ How to Apply:  Apply to online Agrani Bank Officer Cash
■ Job Location: Anywhere in Bangladesh
■ Age Limit: 18-30 and freedom fighter child 32 years
Agrani Bank Senior Officer Job Circular 2016:


Sunday 19 June 2016

সরকারি ব্যাংকে ১০ হাজার পদে চাকরির সুযোগ

সরকারি খাতের সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রায় ১০ হাজার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির কাছে এসব পদে পূরণের জন্য চাহিদাপত্র দিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। আগামী ছয় মাসের মধ্যে এসব পদে নিয়োগ সম্পন্ন হবে বলে মনে করছে সিলেকশন কমিটি।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় একসঙ্গে এত নিয়োগ এর আগে কখনো হয়নি। তাই এ নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এখন থেকে নিয়োগের সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করবে বাংলাদেশ ব্যাংক। ফলে কোনো ধরনের অনিয়ম হবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির কর্মকর্তারা বণিক বার্তাকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক নিয়োগের সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করায় কোনো ধরনের জালিয়াতির সুযোগ নেই। শিক্ষার্থীরা ভালো প্রস্তুতি থাকলেই ব্যাংকে যোগদানের সুযোগ পাবে। লিখিত, মৌখিক সব ধরনের পরীক্ষা কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে থাকায় কোনো ধরনের যোগাযোগ কাজে আসবে না।

জানা গেছে, সরকারি খাতের সব ব্যাংকেই অফিসার, অফিসার (ক্যাশ) ও সিনিয়র অফিসার পদে শূন্যতা
বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংকে এ তিন পদের জন্য ২ হাজার ২৭৬ পদে নিয়োগের লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়েছে। পাশাপাশি সোনালী ব্যাংকের আইটিতে ৮১২ ও ইঞ্জিনিয়ারিংয়ে ৪১ পদের জন্য শিগগির লিখিত পরীক্ষা শুরু হবে।

অফিসার (ক্যাশ) ও সিনিয়র অফিসার পদে জনতা ব্যাংকে তিন ধাপে প্রায় তিন হাজারের কাছাকাছি , রূপালী ব্যাংকে প্রায় ১ হাজার ৫০০, অগ্রণী ব্যাংকে প্রায় ১ হাজার, বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রায় ২ হাজার ২০০, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪০০ জনকে নিয়োগ দেয়া হবে। এছাড়া দুই পদে ১২৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এ লক্ষ্যে এরই মধ্যে আবেদনপত্র আহ্বান করা শুরু হয়েছে।

২০১৫ সালের সেপ্টেম্বরে সরকারি খাতের ব্যাংকগুলোর জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অনেক দিন ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট রোধে সত্, যোগ্য ও মেধাবী কর্মকর্তা নিয়োগ দিতে একটি কমিটি গঠন করার দাবি জানিয়ে আসছিলেন ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা; যার পরিপ্রেক্ষিতে গঠন করা হয় ব্যাংকার সিলেকশন কমিটি।
এর পর থেকে সরকারি খাতের সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক, বিডিবিএল, কৃষি, রাজশাহী কৃষি, হাউজ বিল্ডিং, আইসিবি, কর্মসংস্থান, আনসার-ভিডিডি উন্নয়ন, প্রবাসী কল্যাণ ও পল্লী সঞ্চয় ব্যাংকে জনবল নিয়োগের দায়িত্ব পালন করছে এ কমিটি।

Friday 17 June 2016

স্মার্টফোনের ব্যাটারির পারফরম্যান্স যেভাবে বাড়াবেন


স্মার্টফোন মানেই নানা আকর্ষণীয় ফিচারের সমারোহ। পাশাপাশি লোভনীয় সব অ্যাপ-এর দুনিয়া। কিন্তু স্মার্টফোন নিয়ে বড় অভিযোগ হচ্ছে, চার্জ ফুরিয়ে যায় দ্রুত এবং ব্যাটারিও খারাপও হয় তাড়াতাড়ি।

মূলত সঠিকভাবে স্মার্টফোন চার্জ না দেওয়ার কারণেই ব্যাটারির পারফরম্যান্স দ্রুত কমে যায়। সুতরাং আপনার স্মার্টফোনের ব্যাটারির দীর্ঘদিন ভালো রাখতে কয়েকটি বিষয় খেয়াল রাখুন।

* ব্যাটারি ১০০ শতাংশ চার্জ করা উচিত নয়। কারণ ৮০ শতাংশ চার্জ হওয়ার পরই ব্যাটারির ‘সোয়েটিং পিরিয়ড’ শুরু হয়। তাই একটু কম চার্জ করা ব্যাটারির জন্য ভালো।

* ১০ শতাংশে চার্জ নেমে গেলেও আমরা অনেকসময় ফোন ব্যবহার করতে থাকি। এত অল্প চার্জ থাকা অবস্থায় স্মার্টফোন ব্যবহার করা উচিত নয়। কারণ কম চার্জে ফোন ব্যবহার করা হলে, ব্যাটারির ওপর বেশি চাপ পড়ে। তাই ব্যাটারি ক্ষমতা ১০ শতাংশে নেমে গেলে দ্রুত চার্জ দেওয়া উচিত।

* বাইরের উত্তাপ ফোনে যত কম লাগে, তত ভালো। কারণ ফোন যত গরম হয়ে ওঠে, ততই ব্যাটারির ক্ষমতা কমে। তাই ফোন হাতে না রেখে ব্যাগের ভেতর রাখা ভালো।

* রাস্তাঘাটে পাওয়ার ব্যাংকের প্রয়োজন পড়ে ঠিকই, তবে পাওয়ার ব্যাংক দিয়ে বেশি চার্জ দিলেও ব্যাটারির ক্ষতি হয়।

* চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করলে তা গরম হয়ে ওঠে। এতে ব্যাটারির ক্ষতি হয়। কোনো কেসের মধ্যে রেখে চার্জ দিলেও ব্যাটারি গরম হয়ে ওঠে।

* ওভার চার্জিং করাও উচিত নয়। এর ফলে মারাত্মক ক্ষতি হয় ফোনের ব্যাটারির।

তথ্যসূত্র : জি নিউজ

Thursday 16 June 2016

উচ্চ বেতনে অনঅভিজ্ঞদের নিয়োগ দিবে বার্জার পেইন্টস



উচ্চ বেতনে অনঅভিজ্ঞদের ‘টেরিটোরি ম্যানেজার’ পদে নিয়োগ দিবে বার্জার পেইন্টস বাংলাদেশ। সম্প্রতি কোম্পানিটি ‘টেরিটোরি ম্যানেজার’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদন করতে দেখে নিন বিস্তারিত: 
যোগ্যতা 
পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন না হলেও সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতাধারী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।এ ছাড়া আবেদনকারীদের কম্পিউটার ও মোটরসাইকেল চালনায় দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে কাজ করবে। 

বেতন ও কর্মস্থল
টেরিটোরি ম্যানেজার পদে বেতন দেওয়া হবে ৫৫ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়া 
পদটিতে আবেদন করা যাবে ২৫ জুন-২০১৬ তারিখ পর্যন্ত।

আবেদন করতে ক্লিক করুন

মোবাইল নম্বর গোপন রেখে কল করার কিছু অ্যাপস

ফোন করার সঙ্গে সঙ্গেই মোবাইল নম্বর ফোন রিসিভকারী ব্যক্তি পেয়ে যান। এ ক্ষেত্রে মেয়েরা অনেক সময় সমস্যায় পড়ে যান। অপরিচিত ব্যক্তিরা শুধু শুধু ডিস্ট্রাব করতে থাকে। তাই এখনই জেনে নিন, কিভাবে মোবাইল নম্বর গোপন রেখে কল করা যায় তার নিয়মাবলী।
মূলত এ সমস্য থেকে আপনি নিশ্চিত মুক্তি পেতে পারেন কিছু কার্যকরি অ্যাপস ব্যবহার করে। নানা ধরনের অ্যাপ অবশ্য আগে থেকেই রয়েছে যেগুলো

ব্যবহার করা যায় কিন্ত তারজন্য আবার একটি ভুয়া নম্বর ব্যবহার করতে হয়। এজন্য অবশ্য বেশ ঝামেলায় পড়তে হয়। এসব অ্যাপের সাহায্যে কাওকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের মোবাইল নম্বর। এক্ষেত্রে অ্যাপটি ব্যবহারকারীর আসল নম্বর লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর দেওয়া অন্য একটি ভুয়া নম্বর প্রদর্শন করে থাকে।

অনেকেই পরিচয় বদলের এই জাতীয় অ্যাপ হিসেবে ব্যবহার করছেন যেমন Voxox, Lifehacker, Spoofcard, Tracebust, CallerIDFaker ইত্যাদি। এসব অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে Tracebust অ্যাপটি।

প্রাথমিকভাবে এর ট্রায়াল ভারসন ব্যবহার করা যাবে, কিন্তু পরবর্তীতে ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে মূল্য পরিশোধ করতে হবে। প্রযুক্তি বিশ্বের এইসব সুযোগগুলো ব্যবহারের সুযোগ নিচ্ছে অনেকেই। তবে পাওয়ানাদারের কাছ থেকে পাওয়া উদ্ধারে এমন অ্যাপ আপনি ব্যবহার করতেই পারেন।