Saturday 30 April 2016

Assistant Thana Education Officer (ATEO) MCQ Exam Solution 2016

এটিও পরীক্ষার প্রশ্ন সমাধান 


ATEO MCQ EXAM-2016 

Exam date 29/04/2016

বাংলা


১। রবীন্দ্রনাথ পতিসর
২। প্রাচীন যুগ -চর্যাপদ
৩। সুফিয়া কামাল- তাহারেই পড়ে মনে
৪। কোর্মা – তুর্কি
৫। দ্ধ – দ + ধ
৬। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ- শেষ লেখা
৭। বেগম রোকেয়ার লিখিত নয় – পদ্মাবতী
৮। ‘কাদম্বিনী’ চরিত্রটি – জীবিত ও মৃত
৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – ১৯ শতক
১০। আমার ভাইয়ের রক্তে রাঙানো- গাফফার চৌধুরী
১১। ‘স্বাধীন’ = স্ব+অধীন
১২। মাইকেল মধুসূদন মহাকাব্য – মেঘনাদবধ কাব্য
১৩। জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ – রাখালী
১৪। সমাসবদ্ধ নয়? – বিদ্যালয়
১৫। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র? – গেরিলা
১৬। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক – মধুসূদন দত্ত
১৭। ‘নুরলদীনের সারাজীবন’ – কাব্যনাট্য
১৮। বানানটি শুদ্ধ- মুহূর্ত ১৯। আখতারুজ্জামান ইলিয়াস- চিলেকোঠার সেপাই
২০। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ – রুদ্রমঙ্গল
২১। হুমায়ূন আজাদের উপন্যাস – লাল নীল দীপাবলী
২২। ভাত -তদ্ভব ২৩। ‘নীপ’ শব্দের অর্থ – কদম
২৪। ‘রুপসী বাংলা’ -জীবনানন্দ দাশ
২৫। ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’-রবীন্দ্রনাথ

English


26. Apartheid refer to – discrimination
27. Manifestation’ means presentation
28. Cardiologist will be –Heart specialist
29. Correct Sentence? He has zest for music
30. steering of a car used for directing
31. adjective form ‘cartoon’ – cartoon boy
32. article I see you are _____ Wordsworth(a)
33.Spelling : tsunami 34. He takes pride _____ his wealth. (in) 35.verb and noun: waste
36’vivid’ –adjective
37. “Arms and the Man” – George Bernard Shaw
38. Robert Frost –USA
39. Public Universities are funded by –Government
40. If you had informed me before, I ___ you. (would have met)
41. the new rule is advantageous ____ us. (for)
42.To look quickly through a book is an important study skill. (@@skim)
43. correct sentence – either they or I am wrong
44. the witness cut a poor _____ in this cross examination. (figure) 45. she did not buy it _____ the price was so high. (because) 46. the word ‘mandatory’ means – obligatory
47. ‘I caught sight of her’ means –he saw her
48. BSTI – Bangladesh Standard Testing Institute
49. ‘pesticide’–insecticide
50. Antonym ‘ignorance’? Knowledge

গনিত

৫১. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
উঃ ৮/১১
৫২. (.১*.০১*.০০১)/(.২*.০২*.০০২)
এর মান কত?
উঃ ১/৮
৫৩. ২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ?
উঃ ৭ টি
৫৪. ১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত?
উঃ ৫/৮
৫৫. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে?
উঃ ৩৬
সমাধানঃ: x/2 + 6 = 2x/3
3*(x + 12) = 4x
3x + 36 = 4x
4x – 3x = 36
X = 36
৫৬. দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭ হলে সংখ্যা দুইটি হলো –
উঃ ২৩ ও ২৪…… / ২১ ও ২২/ ২২ ও ২৩/ ২৪ ও ২৫
সমাধান: (x+1)2 – x2 = 47
X2 + 2x + 1 – x2 = 47
2x +1 = 47
2x = 46
X = 46/2 = 23
X + 1 = 24
৫৭. দুইটি সংখ্যার গুনফল ১৫৩৬। সংখ্যা দুইটির ল.সা. গু ৯৬ হলে গ. সা. গু কত?
উঃ ১৬….. / ১২ /২৪/ ৩২/
সমাধান: আমরা জানি,দুইটি সংখ্যার গুণফল =ল.সা.গু×গ.সা.গু প্রশ্নমতে,
১৫৩৬=৯৬×গ.সা.গু
গ.সা.গু =১৫৩৬/৯৬
=১৬
৫৮. দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কি কি?
১০ ও ১৬/ ৭ ও ১১/১২ ও ১৮/১০ ও ২৪/
উঃ ১০ ও ১৬
.
সমাধান:
ধরি সংখ্যা দুটি ৫x ও ৮x
প্রশ্নমতে , (৫x + ২) : (৮x + ২) =
২:৩
বা, (৫x + ২) / (৮x + ২) = ২/৩
বা, ১৬x + ৪ = ১৫x + ৬
বা, x = ২
সংখ্যা দুটি যথাক্রমে,
৫x = ৫ x ২ = ১০ ও
৮x = ৮ x ২ = ১৬
.
৫৯. ১ বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার ?
Ans: ৬.৪৫
.
৬০. log5∛5 = ?
Ans: 1/3
.
৬১. x/(x-5) + x/(x+2) = 2 হলে, x= ?
Ans: -20/3
.
৬২। 1 সমান কত রেডিয়ান?
Ans: π/180
৬৩। a – 1/a = 3 হলে, a + 1/a = ?
(a-1/a)^2 = 3^2
=> a^2 -2.a.1/a + 1/a^2 =9
=> a^2 + 1/a^2 =11
Ans: 119
৬৪। x + y = 12 ও x – y = 2 হলে, xy এর মান কত?
Ans: 35
Sol:
x + y = 12
x – y = 2
+ (1),
2x = 14
X = 7
Now,
7 + y = 12
Y = 12 – 7 = 5
Then, x × y = 7 × 5 = 35
.
৬৫। a:b = 4:7 এবং b:c = 5:6 হলে, a:b:c হল –
Ans: 20:35:42
৬৬। 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে, মধ্যম অঙ্কটি কত?
ans: 7
৬৭। 3/(y+1)=4/(y-2) সমীকরণের সমাধান কত?
Ans: -10
৬৮। 2^(x+4)-4.2^(x+1)/2^x+2÷2
Ans: 2
৬৯। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?
৩৬০ ডিগ্রি
৭০। দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে; বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
Ans: 9:4
৭১। ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 5 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
Ans: 24 সেমি
৭২। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল হবে-
Ans: (√3/4) a
৭৩। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
Ans: 42
৭৪। A ও B কেন্দ্রবিশিষ্ট দুইটি বৃত্ত O বিন্দুতে বহিস্থ:ভাবে স্পর্শ করেছে।
৭৫। একটি বর্গের প্রতিটি ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে  বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
Ans: 21%


সাধারন জ্ঞান

৭৬। বাংলাদেশের বৃহত্তম জেলা – রাঙামাটি
৭৭। সাধারণ তাপমাত্রায় বায়ুচাপে পানি – ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড
৭৮। সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী – সোনা
৭৯। কোন গ্যাস অগ্নি নির্বাপক – কার্বন ডাই অক্সাইড
৮০। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু – বঙ্গবন্ধু সেতু
৮১। বাংলা গদ্যের জনক – সঠিক উত্তর নেই।
৮২। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি – হামিদুর রহমান
৮৩। তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তু – নিকোটিন
৮৪। ভেটো – ল্যাটিন শব্দ-আমি মানি না
৮৫। বাংলা ভাষায় কোরান অনুবাদ করেন – গিরীশ চন্দ্র সেন ৮৬। বাংলাদেশের জাতীয় সংসদের আসন – ৩৫০
৮৭। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম – (নিশ্চিত না) চন্দ্রিমা উদ্যান///সোহরাওয়ার্দী উদ্যান///রমনা পার্ক///সাফারী পার্ক
৮৮। সেন্ট মার্টিন – বাংলাদেশের একটি দ্বীপ
৮৯। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব – এমিবা
৯০। GMT – পৃথিবীর মধ্যভাগের সময়
৯১। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় – জুন ২০১২
৯২। মুজিবনগর এর পূর্ব নাম – মেহেরপুর
৯৩। সংসদ ভবনের স্থপতি – লুই আই কান
৯৪। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় – ১৬ ডিসেম্বর ১৯৭২
৯৫। বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার – কামরুল হাসান
৯৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য – পি জে হার্টজ
৯৭। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র – হালদা নদী
৯৮। তিয়েন ইয়েনমেন স্কোয়ার অবস্থিত – বেইজিং
৯৯। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের – ৪৪তম
১০০। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করা হয়- পরিবেশ বিষয়ক


১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ পেছালো




Thursday 28 April 2016

কোরিয়ান EPS TOPIK এর জন্য ভাষা যেভাবে শিখবেন


কোরিয়ান EPS TOPIK এর জন্য কোরিয়ান ভাষা জানা অত্যাবশ্যক।কোরিয়ান ভাষা জানা না থাকলে EPS TOPIK এ অ্যাপ্লাই করেও কোন লাভ হবেনা।তাই কোরিয়ান EPS TOPIK এর জন্য কোরিয়ান ভাষা খুব ভাল করে জানতে হবে।কোরিয়ান ভাষায় ভাল দক্ষতা অর্জন না করতে পারলে কোরিয়া যেয়ে ভাল কিছু করা কঠিন বাপার।তাই কোরিয়া যাওয়ার পূর্বে ভাষাটা ভাল ভাবে রপ্ত করতে হবে।কোরিয়ান ভাষা শেখার জন্য অনেক কোচিং সেন্টার আছে,যারা আপনার কাছ থেকে মোটা অংকের টাকা নিবে আর ভাষা শিখাবে।কিছু পেতে হলে কিছু দিতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আপনি যদি চান তাহলে টাকা খরচ করে কোচিং থেকে ভাষা শিখতে পারবেন।আর যদি টাকা করচ করতে না চান তাহলে অনলাইন টুউটুরিয়াল থেকে ভাষা শিখতে পারবেন।অনলাইন থেকে ভাষা শিখার অনেক ওয়েবসাইট আছে।এগুলো থেকে একটু চেষ্টা করলেই নিজে নিজেই ভাষা শিখতে পারবেন।অনলাইন এ কোরিয়ান ভাষা শেখার কয়েকটি ওয়েবসাইট ঃ










কোরিয়ান সার্কুলার ২০১৬ ও ইপিএস টপিক সময় সূচি ২০১৬



Tuesday 26 April 2016

কোরিয়ান সার্কুলার ২০১৬ ও ইপিএস টপিক সময় সূচি ২০১৬ Korean Circular and time table 2016



মাত্র ৮০ হাজার টাকায় সরকারি ভাবে কোরিয়া যাবার সার্কুলার হোয়েসে আজিই।সরকারি খরচে মাত্র ৮০ হাজার টাকায় কোরিয়া জান এবং আয় করুণ ১০০০০০-২০০০০০ টাকা।

যারা এতদিন যাবত সার্কুলার এর অপেক্ষা করেছিলেন তাদের জন্য সুখবর।২৬ই এপ্রিল সার্কুলার হয়েছে।প্রাথমিক রেজিস্ট্রেশান ২৭ ই এপ্রিল ২০১৬ সময় ১০.০০ থেকে ২২.০০ টা।সঠিক ভাবে রেজিস্ট্রেশান না করলে করিয়া যাবার স্বপ্ন অধারাই থেকে যাবে।




১ম রাউন্ড পরীক্ষা (ইপিএস টপিক)এর সময়সূচীঃ
সময়সূচী ঘশনাঃ২৬ এপ্রিল ২০১৬
প্রাথমিক রেজিস্ট্রেশান(অনলাইন)ঃ২৭ এপ্রিল ২০১৬ । ১০০.০০থেকে ২২.০০ টা।
ওয়েবসাইটঃwww.boesl.org.bd
লটারি ড্র ও লটারি প্রাপ্তদের নাম প্রকাশঃ ২ মে ২০১৬ ।
ইপিএস টপিক চুরান্তত রেজিস্ট্রেশান ৫ মে ২০১৬ থেকে ২০ মে ২০১৬ ।সময় ৯.০০ টা থেকে ১৭.০০ টা।
ব্যাক্তি ভিত্তিক পরিক্ষার শময় সুচি ঘোষণাঃ ১জুন ২০১৬
ইপিএস টপিক অনুষ্ঠানঃ ৭ই জুন ২০১৬

ইপিএস টপিক ফলঃ ১ সেপ্টেম্বর ২০১৬



১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ পেছালো




১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ের পরীক্ষা পেছানো হয়েছে। এই পরীক্ষা এখন হবে আগামী ১৩ মে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষা হওয়ার কথা ছিল ৭ মে। স্কুল পর্যায়ের পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাও পিছিয়ে ১৩ মে ধার্য করা হয়। ৭ মে কয়েকটি জেলায় ইউপি নির্বাচন হবে।

সম্প্রতি এ বিষয়ে দৈনিকশিক্ষায় একটি প্রতিবেদন প্রকাশ হলে পরীক্ষার নতুন তারিখ ঠিক করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে সারাদেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার এনটিআরসিএ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  এই পরীক্ষার ভিত্তিতেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ করা হবে।

Alim Result 2016 Madrasa Education Board of Bangladesh


Alim is equivalent exam of HSC.Alim Exam 2016 has been start from 1st April 2016.After completing the exam result will be published. Alim Exam arranged by Madrasa Education Board of Bangladesh every year.Alim Exam another Important and biggest Public exam after Dhakhil Exam that's conducted by Madrasa Education Board of Bangladesh.The candidates are waiting for result after completing examination. Alim Exam Result Will be published as soon as possible.It may be publish first Week August 2016.Alim Exam Result 2016 Gets from Madrasa Education Board Of Bangladesh Official website. http://www.bmeb.gov.bd





There are many ways to get result.You can get result by browsing Internet or SMS system.If you get result by Internet then you need to go Madrasa Education Board Of Bangladesh official website or our Blog site.You can get all update about Alim,HSC,Dhakhil and SSC Result from our Blog.

Get Alim Result From Mobile:It is easy to get Alim Result 2016 from Mobile Phone.

Go to your Mobile Phone  Message Option then Write :

ALIM<Space>MAD<Space>ROLL<Space>2016 Send to 16222.

Example: ALIM MAD 201144 2016 Send to 16222.





HSC Result Education Board 2016 Bangladesh

HSC Result Education Board 2016 Bangladesh: HSC Exam 2016 has been start from 1st April 2016,theoretical subjects in this Exam will end 11th June 2016 and practical Exam will be started at 13th June and end continue up to 22 June 2016.Every year Education Board of Bangladesh arrange this Exam and Publish the Result.HSC Result 2016 will be Published as soon as possible.HSC Result Bangladesh 2016 may be declared August 2nd week.

HSC Result May be publish on 9th August 2016 after 12.30 PM.After publishing the result we will be published our website.Gets HSC Result from all Education Board Bangladesh Offical Website:

http://www.educationboardresults.gov.bd

HSC Result Get From Mobile:

HSC<Space>First three letters of Board<Space>Roll<Space>2016<Space>Send to 16222

Example:HSC DHA 201122 2016 send to 16222.

First three letters of Board:

There are nine boards under BD Education Board and all the syudents of these boards are waiting to declare. DHA = Dhaka Board, BAR = Barisal Board, SYL = Sylhet Board, COM = Comilla Board, CHI= Chittagong Board, RAJ = Rajshahi Board, JES = Jessore Board, DIN = Dinajpur Board,MAD = Madrasah Board.

HSC RESULT 2016

SSC RESULT 2016

SSC Exam Result 2016 Bangladesh

SSC Exam Result 2016 in Bangladesh :SSC exam 2016 was complete in 14 March 2016 all over Bangladesh under the Board of Secondary and Intermediate.The Ministry of Education monitoring and control this exam by Board of Secondary and Intermediate.The exam was start from 2 February 2016 and completed 14 March 2016 all over Bangladesh.





The Education Minister announced  that the SSC exam result will be published within 60 days after completing the Exam.SSC Exam result may be published 7 to 11 May 2016.We will publish the Result as soon as it is declared by Education Board all over Bangladesh.Every year Education Board of Bangladesh arrange this Public Exam and Publish result.



Candidates get result from many ways.After publishing SSC Result Candidates gets result from all Education Board Bangladesh official Website:

http://www.educationboardresults.gov.bd

Candidates gets SSC and Dhakhil exam Result 2016 by SMS system via Mobile Phone.

Procedure of SMS System:

SSC<Space> first three letters of Board<Space>Roll<Space>2016 Send to 16222.


Exampale: SSC BAR 201212 2016 send to 16222

There are nine boards under BD Education Board and all the students of these boards are waiting to declare. First three letters of all boards,DHA = Dhaka Board, BAR = Barisal Board, SYL = Sylhet Board, COM = Comilla Board, CHI= Chittagong Board, RAJ = Rajshahi Board, JES = Jessore Board, DIN = Dinajpur Board,MAD = Madrasah Board.

Monday 25 April 2016

Russian Scholarships in Nuclear Energy for Bangladeshi Students.





Every year  Russian Ministry of Education and Science offers scholarship in Nuclear Energy and Science for Bangladeshi Students.Bangladeshi students who have received a brilliant opportunity to study Nuclear Engineering with full scholarship in Russia.Every year more than 10 students gets this opportunity.Human Resources Department of Russia’s state nuclear corporation- Rosatom, Corporate Academy of Rosatom and Bangladesh Atomic Energy Commission (BAEC) organised a competitive test for the candidates at BAEC premises in Dhaka recently. About 500 students sat for the examination in Physics and Mathematics for pre-graduate scholarship, while 60 graduates had gone through tests in their professional subjects and Mathematics.
Experts from National Research Nuclear University (MEPhI) in Moscow, university partner of Rosatom and experts of BAEC will evaluate the answer scripts and select candidates for viva-voice.After completing viva-voice BAEC will notice the selected candidates name in BAEC Website.

To develop nuclear energy in Bangladesh and Bangladeshi nuclear specialists for the upcoming Rooppur  Nuclear Power Plant(NPP) Russia has undertaken this responsibility.

Its a great opportunity for Bangladeshi students to get International degree in Nuclear Engineering with full scholarship.Science and Engineering background students will apply for Scholarship.Every year BAEC and MOEDU notice this scholarship.

For more about the Scholarship in Nuclear Energy

Scholarship in Nuclear Energy for Bangladeshi Students.

Scholarship Offered by Korean Government for Bangladeshi student.





Korean KDI School of  Public Policy and Management has full and partial scholarship offer for Bangladeshi students for Fall 2016 admission.With this scholarship KDI offering the following programs.

A) Masters of Public Policy (MPP)
B) Masters of Development Policy (PDP)

The KDI means Korea Development Institute (KDI) admits international students from over 70 different countries and 70% of them are from the public sector.

The deadline for application submission is May25,2016.
For more information about KDI Scloaship click the blew link or go to Ministry of Eduction website and find the schlorship.
About KDI Scholarship