Monday 9 May 2016

একাদশ শ্রেণীতে ভর্তি শুরু ২৬ মে



আগামী ২৬ মে থেকে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি কলেজে  একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। ক্লাস শুরু হবে ১০ জুলাই।

বিগত বছর এর মতো এবারও নিতিমালায় মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিধান রাখা হয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার বিকেলে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে  সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘অনলাইন ও মোবাইলের মাধ্যমে আগামী ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত কলেজে ভর্তির আবেদন নেওয়া হবে। বিগত বছর শিক্ষার্থীরা পাঁচটি কলেজ পছন্দ তালিকায় রাখার সুযোগ পেলেও এবার ১০টি কলেজকে পছন্দ তালিকায় রাখতে পারবে।’

ভর্তি ফি সহ অন্য বিষয়গুলো গতবারের মতোই থাকছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন,মেধাতালিকা প্রকাশ করা হবে  ১৬ জুন । ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। তবে বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই ভর্তি হওয়া যাবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার প্রবাসীদের সন্তানদের জন্য  ০.২ শতাংশ এবং বিকেএসপির শিক্ষার্থীদের জন্য ০.২ শতাংশ কোটা বরাদ্দ রাখা হয়েছে।

আগামী ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৬ এর ফল ঘোষণা করা হবে।উত্তিরন শিক্ষার্থীরা ২৬ মে  থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন।

Source: http://www.risingbd.com/


                SSC Exam Result 2016


No comments:
Write comments