১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ের পরীক্ষা পেছানো হয়েছে। এই পরীক্ষা এখন হবে আগামী ১৩ মে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষা হওয়ার কথা ছিল ৭ মে। স্কুল পর্যায়ের পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাও পিছিয়ে ১৩ মে ধার্য করা হয়। ৭ মে কয়েকটি জেলায় ইউপি নির্বাচন হবে।
সম্প্রতি এ বিষয়ে দৈনিকশিক্ষায় একটি প্রতিবেদন প্রকাশ হলে পরীক্ষার নতুন তারিখ ঠিক করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে সারাদেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এনটিআরসিএ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এই পরীক্ষার ভিত্তিতেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগ করা হবে।
Source:http://www.educarnival.com
No comments:
Write comments