Tuesday, 21 June 2016

Agrani Bank Officer(Cash) Job Circular 2016



Agrani Bank Officer(Cash) Job Circular 2016 has been published. This job circular is eligible all people of Bangladeshand. Agrani Bank Job Circular Officer(Cash) application deadline 11th July, 2016. The job applicant online apply start 21th June, 2016 and continue up to 11th July, 2016.Agrani Bank Limited, a leading commercial bank with 889 outlets strategically located in almost all the commercial areas throughout Bangladesh. Agrani Bank Job Circular 2016 published today this job position is Officer(Cash).

Agrani Bank Job Summary:

■ Job Title:Officer(Cash)
■ Job Description: Agrani Bank Job Circular name is Officer(Cash). This job is eligible for all people of Bangladesh and also freedom fighter children.
■ Published Date: June 21, 2016
■ Online Application Starts: June 21, 2016
■ Application Deadline: July11, 2016
■ Job Nature: Full-time
■ Job Type: Banking (Agrani Bank)
■ Employment Type: Permanent
■ Education Qualification: See Job Advertisement.
■ Job Experience: Nil.
■ Gender: Both (Male & Female)

 Compensation and Benefit: Salary Range: Officer(Cash)- BDT-38,640.
■ How to Apply:  Apply to online Agrani Bank Officer Cash
■ Job Location: Anywhere in Bangladesh
■ Age Limit: 18-30 and freedom fighter child 32 years
Agrani Bank Senior Officer Job Circular 2016:


Sunday, 19 June 2016

সরকারি ব্যাংকে ১০ হাজার পদে চাকরির সুযোগ

সরকারি খাতের সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রায় ১০ হাজার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির কাছে এসব পদে পূরণের জন্য চাহিদাপত্র দিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। আগামী ছয় মাসের মধ্যে এসব পদে নিয়োগ সম্পন্ন হবে বলে মনে করছে সিলেকশন কমিটি।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় একসঙ্গে এত নিয়োগ এর আগে কখনো হয়নি। তাই এ নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এখন থেকে নিয়োগের সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করবে বাংলাদেশ ব্যাংক। ফলে কোনো ধরনের অনিয়ম হবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির কর্মকর্তারা বণিক বার্তাকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক নিয়োগের সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করায় কোনো ধরনের জালিয়াতির সুযোগ নেই। শিক্ষার্থীরা ভালো প্রস্তুতি থাকলেই ব্যাংকে যোগদানের সুযোগ পাবে। লিখিত, মৌখিক সব ধরনের পরীক্ষা কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে থাকায় কোনো ধরনের যোগাযোগ কাজে আসবে না।

জানা গেছে, সরকারি খাতের সব ব্যাংকেই অফিসার, অফিসার (ক্যাশ) ও সিনিয়র অফিসার পদে শূন্যতা
বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংকে এ তিন পদের জন্য ২ হাজার ২৭৬ পদে নিয়োগের লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়েছে। পাশাপাশি সোনালী ব্যাংকের আইটিতে ৮১২ ও ইঞ্জিনিয়ারিংয়ে ৪১ পদের জন্য শিগগির লিখিত পরীক্ষা শুরু হবে।

অফিসার (ক্যাশ) ও সিনিয়র অফিসার পদে জনতা ব্যাংকে তিন ধাপে প্রায় তিন হাজারের কাছাকাছি , রূপালী ব্যাংকে প্রায় ১ হাজার ৫০০, অগ্রণী ব্যাংকে প্রায় ১ হাজার, বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রায় ২ হাজার ২০০, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪০০ জনকে নিয়োগ দেয়া হবে। এছাড়া দুই পদে ১২৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এ লক্ষ্যে এরই মধ্যে আবেদনপত্র আহ্বান করা শুরু হয়েছে।

২০১৫ সালের সেপ্টেম্বরে সরকারি খাতের ব্যাংকগুলোর জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অনেক দিন ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট রোধে সত্, যোগ্য ও মেধাবী কর্মকর্তা নিয়োগ দিতে একটি কমিটি গঠন করার দাবি জানিয়ে আসছিলেন ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা; যার পরিপ্রেক্ষিতে গঠন করা হয় ব্যাংকার সিলেকশন কমিটি।
এর পর থেকে সরকারি খাতের সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক, বিডিবিএল, কৃষি, রাজশাহী কৃষি, হাউজ বিল্ডিং, আইসিবি, কর্মসংস্থান, আনসার-ভিডিডি উন্নয়ন, প্রবাসী কল্যাণ ও পল্লী সঞ্চয় ব্যাংকে জনবল নিয়োগের দায়িত্ব পালন করছে এ কমিটি।

Friday, 17 June 2016

স্মার্টফোনের ব্যাটারির পারফরম্যান্স যেভাবে বাড়াবেন


স্মার্টফোন মানেই নানা আকর্ষণীয় ফিচারের সমারোহ। পাশাপাশি লোভনীয় সব অ্যাপ-এর দুনিয়া। কিন্তু স্মার্টফোন নিয়ে বড় অভিযোগ হচ্ছে, চার্জ ফুরিয়ে যায় দ্রুত এবং ব্যাটারিও খারাপও হয় তাড়াতাড়ি।

মূলত সঠিকভাবে স্মার্টফোন চার্জ না দেওয়ার কারণেই ব্যাটারির পারফরম্যান্স দ্রুত কমে যায়। সুতরাং আপনার স্মার্টফোনের ব্যাটারির দীর্ঘদিন ভালো রাখতে কয়েকটি বিষয় খেয়াল রাখুন।

* ব্যাটারি ১০০ শতাংশ চার্জ করা উচিত নয়। কারণ ৮০ শতাংশ চার্জ হওয়ার পরই ব্যাটারির ‘সোয়েটিং পিরিয়ড’ শুরু হয়। তাই একটু কম চার্জ করা ব্যাটারির জন্য ভালো।

* ১০ শতাংশে চার্জ নেমে গেলেও আমরা অনেকসময় ফোন ব্যবহার করতে থাকি। এত অল্প চার্জ থাকা অবস্থায় স্মার্টফোন ব্যবহার করা উচিত নয়। কারণ কম চার্জে ফোন ব্যবহার করা হলে, ব্যাটারির ওপর বেশি চাপ পড়ে। তাই ব্যাটারি ক্ষমতা ১০ শতাংশে নেমে গেলে দ্রুত চার্জ দেওয়া উচিত।

* বাইরের উত্তাপ ফোনে যত কম লাগে, তত ভালো। কারণ ফোন যত গরম হয়ে ওঠে, ততই ব্যাটারির ক্ষমতা কমে। তাই ফোন হাতে না রেখে ব্যাগের ভেতর রাখা ভালো।

* রাস্তাঘাটে পাওয়ার ব্যাংকের প্রয়োজন পড়ে ঠিকই, তবে পাওয়ার ব্যাংক দিয়ে বেশি চার্জ দিলেও ব্যাটারির ক্ষতি হয়।

* চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করলে তা গরম হয়ে ওঠে। এতে ব্যাটারির ক্ষতি হয়। কোনো কেসের মধ্যে রেখে চার্জ দিলেও ব্যাটারি গরম হয়ে ওঠে।

* ওভার চার্জিং করাও উচিত নয়। এর ফলে মারাত্মক ক্ষতি হয় ফোনের ব্যাটারির।

তথ্যসূত্র : জি নিউজ

Thursday, 16 June 2016

উচ্চ বেতনে অনঅভিজ্ঞদের নিয়োগ দিবে বার্জার পেইন্টস



উচ্চ বেতনে অনঅভিজ্ঞদের ‘টেরিটোরি ম্যানেজার’ পদে নিয়োগ দিবে বার্জার পেইন্টস বাংলাদেশ। সম্প্রতি কোম্পানিটি ‘টেরিটোরি ম্যানেজার’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদন করতে দেখে নিন বিস্তারিত: 
যোগ্যতা 
পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন না হলেও সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতাধারী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।এ ছাড়া আবেদনকারীদের কম্পিউটার ও মোটরসাইকেল চালনায় দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে কাজ করবে। 

বেতন ও কর্মস্থল
টেরিটোরি ম্যানেজার পদে বেতন দেওয়া হবে ৫৫ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়া 
পদটিতে আবেদন করা যাবে ২৫ জুন-২০১৬ তারিখ পর্যন্ত।

আবেদন করতে ক্লিক করুন

মোবাইল নম্বর গোপন রেখে কল করার কিছু অ্যাপস

ফোন করার সঙ্গে সঙ্গেই মোবাইল নম্বর ফোন রিসিভকারী ব্যক্তি পেয়ে যান। এ ক্ষেত্রে মেয়েরা অনেক সময় সমস্যায় পড়ে যান। অপরিচিত ব্যক্তিরা শুধু শুধু ডিস্ট্রাব করতে থাকে। তাই এখনই জেনে নিন, কিভাবে মোবাইল নম্বর গোপন রেখে কল করা যায় তার নিয়মাবলী।
মূলত এ সমস্য থেকে আপনি নিশ্চিত মুক্তি পেতে পারেন কিছু কার্যকরি অ্যাপস ব্যবহার করে। নানা ধরনের অ্যাপ অবশ্য আগে থেকেই রয়েছে যেগুলো

ব্যবহার করা যায় কিন্ত তারজন্য আবার একটি ভুয়া নম্বর ব্যবহার করতে হয়। এজন্য অবশ্য বেশ ঝামেলায় পড়তে হয়। এসব অ্যাপের সাহায্যে কাওকে ফোন করার সময় বদলে ফেলা যায় নিজের মোবাইল নম্বর। এক্ষেত্রে অ্যাপটি ব্যবহারকারীর আসল নম্বর লুকিয়ে রাখে এবং ব্যবহারকারীর দেওয়া অন্য একটি ভুয়া নম্বর প্রদর্শন করে থাকে।

অনেকেই পরিচয় বদলের এই জাতীয় অ্যাপ হিসেবে ব্যবহার করছেন যেমন Voxox, Lifehacker, Spoofcard, Tracebust, CallerIDFaker ইত্যাদি। এসব অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে Tracebust অ্যাপটি।

প্রাথমিকভাবে এর ট্রায়াল ভারসন ব্যবহার করা যাবে, কিন্তু পরবর্তীতে ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে মূল্য পরিশোধ করতে হবে। প্রযুক্তি বিশ্বের এইসব সুযোগগুলো ব্যবহারের সুযোগ নিচ্ছে অনেকেই। তবে পাওয়ানাদারের কাছ থেকে পাওয়া উদ্ধারে এমন অ্যাপ আপনি ব্যবহার করতেই পারেন।



Wednesday, 15 June 2016

HSC Admission Result 2016

HSC Admission Result 2016 will be published on 16 June 2016. All Education Board in Bangladesh HSC Admission Result 2016 published at the fixed time.After publishing result We have updated All Education Board in Bangladesh HSC Admission Result 2016 here. All Education Board in Bangladesh HSC Admission Result 2016 will be found here when it is published by All Education Board in Bangladesh.HSC Admission Result 2016 available at http://xiclassadmission.gov.bd




Important Time Line for HSC Admission 2016


Online Application Start: 26 May, 2016.
Online Application End: 9 June, 2016.
Selected candidate List of HSC Admission 2016 Publication Date: 16 June, 2016.
Date of Admission from 1st Merit List: 18 June to 22 June, 2016
HSC Admission Waiting Result 2016 Date: 22 June, 2016
Date of Admission from Waiting List and Migration List: 23 June to 30 June, 2016
XI Class Starting Date: 10 July, 2016
Release Slip Application Date:
HSC Admission Release Slip Result:

HSCAdmission Result 2016


HSC Admission Result 2016 All Education Boards

HSC Admission Result 2016 Dhaka Board
HSC Admission Result 2016 Rajshahi Board
HSC Admission Result 2016 Chittagong Board
HSC Admission Result 2016 Jessore Board
HSC Admission Result 2016 Comilla Board
HSC Admission Result 2016 Sylhet Board
HSC Admission Result 2016 Barisal Board
HSC Admission Result 2016 Dinajpur Board

Alim Admission Result 2016 Madrasha Board

Sunday, 12 June 2016

স্মার্টফোনের স্টোরেজ সাশ্রয়ের টিপস


স্মার্টফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে গেলে, তা অস্বাভাবিক কিছু হবে না। কারণ সারাক্ষণই আমাদের স্মার্টফোনের স্টোরেজে কিছু না কিছু জমতে থাকে। হয়তো পছন্দের কোনো গান বা মজাদার কোনো ভিডিও ক্লিপস। গেমস বা অদরকারি অনেক অ্যাপসও আমরা ফোনে ইনস্টল করে রাখি, যার বেশিরভাগই হয়তো আমাদের দরকার পড়ে না। আর ছবি তোলা তো আছেই। 

সবচেয়ে সমস্যা হতে পারে বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে। কারণ, বাজেট স্মার্টফোনে ইন্টারনাল মেমোরি সাধারণত বেশি হয় না। ফলে অ্যাপস, গেমস, ছবি, ভিডিও, গান জমতে জমতে স্মার্টফোনটি স্লো হয়ে যাওয়ায় হ্যাং করতে পারে। কিংবা অ্যাপ অথবা লঞ্চার ক্র্যাশ করতে পারে, জরুরি সময় মেমোরির অভাবে ছবি তুলতে পারবেন না- সব মিলিয়ে এক অসহায় অবস্থায় পড়া লাগতে পারে।


সুতরাং স্মার্টফোনের স্টোরেজ সংক্রান্ত সমস্যা থেকে রেহাই পেতে কিছু টিপস জেনে নিন।


* প্রথমে ফোনের সেটিংস অপশনে গিয়ে স্টোরেজ ক্যাপাসিটি চেক করুন। দেখুন, কত জিবি মেমোরি ভর্তি রয়েছে আর কত জিবি খালি। তাহলেই মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন ভবিষ্যতে কতটা মেমোরি আপনি ব্যবহার করতে পারবেন।

* সেটিংস অপশনে গিয়ে খুলুন অ্যাপ্লিকেশন ম্যানেজার। এবার দেখুন কোন অ্যাপ কত স্টোরেজ দখল করে রয়েছে। যে অ্যাপ বেশি স্টোরেজ দখল করেছে, তার যাবতীয় অ্যাপ ডেটা মুছে দিন।

* গুগল প্লে-স্টোরে বিনা মূল্যে রয়েছে বিভিন্ন অ্যান্ড্রয়েড মেমোরি অপটিমাইজার অ্যাপ। যে কোনো একটি ডাউনলোড করুন ও ফোনে ইনস্টল করুন। ব্যবহারের পর দেখবেন, অনেকটা জায়গা ফাঁকা হয়েছে।

* আমাদের একটা অভ্যাস হলো, হাতে ক্যামেরা ফোন থাকলেই দরকারে-অদরকারে নিজের বা অন্যের ছবি তুলতে থাকি, ভিডিও শ্যুট করতে থাকি। হয়তো তার অনেকগুলোই খুব মূল্যবান স্মৃতি, কিন্তু সবগুলোই তো একইরকম গুরুত্ব রাখে না, তাই না? তাই দরকার নেই এমন নতুন পুরনো ছবি এবং ভিডিও ক্লিপ ডিলিট করুন। ফোনে জমে থাকা দরকারি ছবি ও ভিডিও ফাইলের সংখ্যাও কিন্তু কম নয়। তাই প্রয়োজনীয় ছবি ও ভিডিও ফাইলগুলো কম্পিউটারে সরিয়ে ফেলুন।

* কিংবা গুগল ড্রাইভ বা ড্রপবক্স-এর মতো ক্লাউড স্টোরেজে দরকারি ছবি আপলোড করে রাখতে পারেন। শুধু ছবি বা ভিডিও নয়, গান বা অন্যান্য ডকুমেন্ট ফাইলও ক্লাউড স্টোরেজে রেখে দিতে পারেন। খুব জরুরি কিছু ফাইল ছাড়া বাকি সবগুলো ফোন মেমোরি থেকে ফেলে দিন।

* স্মার্টফোনে ইনস্টল করা প্রতিটি অ্যাপ বেশ অনেকটা মেমোরি দখল করে থাকে। তাই অপ্রয়োজনীয় অ্যাপ আপনার ফোন থেকে আন-ইনস্টল করে ফেলুন। হতে পারে পুরনো কোনো গেমিং অ্যাপ, যা আপনি এখন আর খেলেন না। সেগুলো মুছে ফেললে অনেকটা জায়গা ফাঁকা হয়ে যাবে। এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চালু থেকে ফোনকে স্লো করে দেয়, আবার ব্যাটারিও খরচ করে বেশি।

* দামি বেশ কিছু স্মার্টফোনে ফোর-কে ফরম্যাটে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। ফোর-কে ফরম্যাটে ভিডিওর ফাইল সাইজ সাধারণত এইচডি ও ফুল এইচডি ফরম্যাটের চেয়েও অনেক বড় হয়। তাই এই ফরম্যাটে শ্যুট করা এড়িয়ে চলুন।

* এক্সটারনাল মেমোরি কার্ড যেমন ইন্টারনাল মেমোরির পরিপূরক হিসেবে ব্যবহার করা যায় (অর্থাৎ ফোনের মোট স্টোরেজ বাড়াতে), তেমনি ব্যবহার করা যায় ইন্টারনাল মেমোরির বোঝা কমাতেও। মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা আছে এমন প্রতিটি ফোনেই ফাইল ম্যানেজার অ্যাপ থাকে, যার মাধ্যমে ফোন মেমোরি থেকে কার্ড মেমোরিতে ফাইল ট্রান্সফার করা যায়। তাই যেসব ফাইল আপনার ফোনে রাখতেই হবে সেগুলো ফোন মেমোরির বদলে সরিয়ে ফেলুন কার্ডে।

১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল




১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল আজ রোববার দুপুরে প্রকাশ হতে পারে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনটিআরসিএ চেয়ারম্যান এ এম এম আজহার বলেন,১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রস্তুত, যে কোনো সময় ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল  প্রকাশ করা হতে পারে।

বৃহস্পতিবার ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা না পাওয়ায় ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল  প্রকাশ স্থগিত রাখা হয়।http://ntrca.teletalk.com.bd/result/ এর মাধ্যমে ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল জানতে পারবেন।

১৩ মে স্কুল ও কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৬ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। এই ফল প্রকাশের পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৩তম পরীক্ষা থেকেই নতুন বিধিমালায় নতুন পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নতুন নিয়মে উত্তীর্ণদের প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি ‍শুধু নিয়োগপত্র দেবে।

এর আগে ২০০৫ থেকে ২০১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত যে ১২টি পরীক্ষা অনুষ্ঠিত হয় তার সবই ছিল পুরনো পদ্ধতিতে। ওই সনদ ছিল শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করার যোগ্যতা অর্জন বিষয়ক। চূড়ান্ত নিয়োগ পেতে প্রতিষ্ঠান কর্তৃক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু নতুন পদ্ধতিতে এন্ট্রি লেভেলে প্রার্থী বাছাই করে দেবে নিবন্ধন কর্তৃপক্ষই।

১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল দেখতে নিচের লিঙ্কটি ব্যাবহার করুন

১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল




13th NTRCA MCQ Result 2016

13th NTRCA MCQ Result 2016 has been found my website:http://all-notice.blogspot.com/. Non-Government Teacher Registration & Certificate Authority (NTRCA) has been published 13th teacher registration. School MCQ Exam Date & Time: 13 May 2016. 04:00 pm to 05:00 pm, School Written Exam Date & Time: 12 August 2016. 9:00 am to 12:00 pm, College MCQ Exam Date & Time: 13 May 2016. 10:00 am to 11:00 am, College Written Exam Date & Time: 13 August 2016. 9:00 am to 12:00 pm. Candidate will exam marks 200, MCQ marks 100 and 100 written exam. 13th NTRCA Exam Result of School Level and College Level will be found this site. 13th NTRCA Registration Exam of School level was taken on 13th June and College level was taken on 13th June. 13th Teachers’ Registration Exam Result 2016 will be published very soon. So if you get your result then visit:http://ntrca.teletalk.com.bd/result/


Wednesday, 8 June 2016

অ্যান্ড্রয়েড ফোনে যে ৫ সেটিংস বদলালে পাবেন সুপার-ডুপার পারফরমেন্স


অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোন প্রথমবারের মতো যাঁরা ব্যবহার করছেন বা পুরোনো ফোন থেকে নতুন ফোনে হালনাগাদ করেছেন, তাঁদের মোবাইলের পাঁচটি সেটিংস পরিবর্তন করা প্রয়োজন। এতে ফোনের পারফরমেন্স ও ব্যাটারির আয়ু বাড়ে। 

১. ফোনের ব্রাইটনেস কমিয়ে দিন

অঙ্কটি সোজা। যত বেশি ব্রাইটনেস বা উজ্জ্বলতা থাকবে, তত দ্রুত চার্জ ফুরাবে। এ জন্য সেটিংসে গিয়ে ব্রাইটনেস কমিয়ে দিন। ৫০ শতাংশের নিচে তা রাখুন।

২. হোয়াইটনেস কমান

আপনার ফোনটি কি অ্যামোলেড স্ক্রিনের? যদি তা-ই হয়, তবে ওয়ালপেপার সেট করার বিষয়ে সচেতন থাকুন। কালো রঙের ওয়ালপেপার সেট করুন। কারণ, কালো পিক্সেল জ্বালাতে চার্জ ফুরাবে না।
বিভিন্ন মডেলের ফোন ও অপারেটিং সিস্টেমে ওয়ালপেপার সেটিংসের অবস্থান ভিন্ন হতে পারে। তবে অধিকাংশ ডিভাইসে হোম স্ক্রিনের কোনো ফাঁকা জায়গায় ট্যাপ করে রাখলে মেনু থেকে ওয়ালপেপার সেট করা যায়। 

৩. নতুন অ্যাপ শর্টকাট বন্ধ করুন

গুগল প্লে স্টোর থেকে নতুন অ্যাপ ডাউনলোড করার সময় শর্টকাট আইকন তৈরি হয় হোমস্ক্রিনে। গুগল প্লে অ্যাপের মেনু থেকে সেটিংসে গিয়ে শর্টকাট বন্ধ করে দিতে পারেন। 

৪. ‘ডু নট ডিস্টার্ব’ চালু করুন

ঘুম বা আরামের সময় ফোনকল, মেসেজ বা অ্যালার্ট সিস্টেম সাইলেন্ট করে রাখুন। অ্যান্ড্রয়েড ফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড নামের একটি মোড আছে, যা সেট করে রাখলে বিরক্তি আসবে না। সেটিংসে গিয়ে সাউন্ডস সেটিংসে এ ফিচার চালু করতে পারেন। 

৫. ফাইন্ড মাই মোবাইল

অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য আরেকটি দরকারি সেটিংস হচ্ছে ফাইন্ড মাই মোবাইল। ফোন হারানো বা ভুলে ফেলে এলে এ ফিচারটি কাজে লাগতে পারে। থার্ড পার্টির অ্যাপ ব্যবহার করে কিংবা বিল্ট ইন অপশন ব্যবহার করে এটি ব্যবহার করা যায়। গুগল সেটিংস থেকে এটি চালু করা যায়।

Wednesday, 1 June 2016

Solarin Smart Phone Feature





Sirin Labs Launches Solarin: A Military-Grade Super Smart Phone.

SOLARIN features a carefully curated privacy package to keep your private information, private – unrivalled in terms of its sophistication and accessibility.SOLARIN is a truly global phone – offering faster data transfer and lasting performance.

Sirin Labs is a new company making its debut in London today that stakes its future on very wealthy people believing their privacy and security to be priceless. Its launch product is the Solarin, a 5.5-inch Android smartphone accompanied by a series of bombastic claims about being the very best. It should be the very best, given that it costs £9,500 before taxes, but in my time trying it out today, I was left with the unhappy impression of an expensive imposter.

Converted into US dollars and with tax added in, the Solarin costs an amusing $16,666. I have to draw amusement from its price as consolation for putting up with the incredibly pretentious presentation about the phone itself. "Our customers are very, very smart people" was a line seemingly extracted from a Donald Trump marketing guide. Sirin Labs' "core customers are international business travellers, entrepreneurs, and partners in financial firms." These people who communicate a lot have very high security needs, and that's where Solarin steps in, featuring partnerships with security firms Koolspan and Zimperium to secure the phone and your data on it.



It's probably a sign of the fact that I'm not a business leader that I don't really feel all that drastically insecure in my daily use of a smartphone. Sure, I sacrifice some privacy to make use of various services like Gmail, YouTube, and Netflix, but the Solarin won't do anything to help me there. Its protections are against malicious attacks and exploits, which, sure, Android has had quite a few of, but then again, Google's mobile OS already has a couple of capable contenders in that space. Samsung has its Knox secure platform and BlackBerry has the Priv, both offering security levels that should satisfy even the most paranoid. So what's worth the extra sixteen thousand bucks with Solarin?

This new smartphone has a special switch at the back that flips it into a super-duper cybersecure mode, allowing only outgoing voice calls and securely encrypted messaging. One of Sirin's software engineers described it as "less than a featurephone" in terms of functionality, with the mode also disabling various hardware features. I like this aspect of the phone, and I also like that Sirin is starting to sell the Solarin right away with the latest Android security patches already installed. Only Google's own Nexus devices and BlackBerry's Priv have the security updates going right up to the end of May.

If everything about the Solarin had been that polished and up to date, I could be convinced that it wasn't a bad joke playing on people's rightful fears about privacy. But the processor inside is a Snapdragon 810 (which you might remember as last year's flagship chip that Samsung skipped because of overheating), the software is a heavily skinned Android 5.1, and the camera, supposedly the best in the world, is as slow as this phone is fat. The Solarin weighs 250g (that's over half a pound!) and you feel every last milligram of it. It's unwieldy and unpleasant to hold because of its bulk.

THE BATTERY IS A HEFTY 4,000MAH, PARTIALLY JUSTIFYING THIS PHONE'S COMICAL THICKNESS
The Solarin's camera has plenty of spec sheet appeal with a four-color flash sitting next to a 24-megapixel shooter with laser autofocus and f/2.0 lens. But its pictures are blurry, overexposed, and immediately unimpressive. Am I wrong to be offended by a company claiming something like this is the best when it's so painfully obvious that it's not? The front-facing 8-megapixel camera, which comes with its own flash, left a much more positive impression on me.

The rest of the Solarin's specs are very solid. It has a beefy 4,000mAh battery and a very bright 1440p IPS LCD display with 120 percent coverage of the sRGB color space. 4GB of RAM and 128GB of non-expandable storage also add to its credibility as a premium device, but for such a globetrotting phone, not having a second SIM slot is something of an omission. The Solarin has three speakers, two positioned below the display and a single tweeter above the screen. Around the back, there's a large sapphire glass cover for the camera lens and flash, which sits atop the power button with an integrated fingerprint sensor. But wait, weren't fingerprints your phone's biggest security vulnerability?



Tom Hardy and Leonardo DiCaprio were very randomly in attendance at today's launch. DiCaprio had invested in Sirin Labs founder Moshe Hogeg's previous venture, called Mobli, and I can only assume he was drawn in again to lend some extra star power to the launch. The central London venue speaks to the same aspiration of trying to wow people by the process of association.

I so very much wish that the Solarin was an honest effort to wow and impress us as a technological product. There is certainly room for improvement when it comes to Android security, and I welcome anyone endeavoring to lead that change. But this smartphone — even while rejecting the Vertu model of being luxurious just in its materials and construction — doesn't live up to its creators' lofty claims of being uniquely and brilliantly functional. As high as it is, the price isn't the most egregious thing about this phone. It's the arrogance of its makers that leaves me most displeased.

Source:The Verge


বিশ্বের সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে





সিরিন ল্যাব বাজারে নিয়ে এসেছে ‘সোলারিন’ নামক নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই স্মার্টফোনটিকে বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

দামির পাশাপাশি এটি অত্যন্ত নিরাপদ ও মজবুত অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এতে ব্যবহৃত হয়েছে চিপ-টু-চিপ এনক্রিপশন সিমিলার প্রযুক্তি যা সেনাবাহিনীতে নিরাপদ যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রাইভেসি রক্ষায় সর্বাধুনিক প্রযুক্তি। বডি তৈরিতে ব্যবহার করা হয়েছে গ্রেড ৫ টাইটেনিয়াম। ফলে এই স্মার্টফোনটি বাজারের অন্য যেকোনো স্মার্টফোনের চেয়ে চারগুণ বেশি মজবুত।

৫.৫ ইঞ্চি স্ক্রিনের এই ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, ২৩.৮ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ সহ প্রয়োজনীয় সব ফিচার। এই ফোনে যে ওয়াই-ফাই সিস্টেম রয়েছে তা দিয়ে এইচডি কোয়ালিটির সিনেমা ডাউনলোড করা যাবে ৫ সেকেন্ড ।

বিশ্বের সবচেয়ে দামী, নিরাপদ ও মজবুত এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি তৈরি করা মূলত ব্যবসায়ীদের কথা মাথায় রেখে। 

সিরিন ল্যাব কর্তৃপক্ষের মতে, উচ্চমানের প্রযুক্তির সঙ্গে ভালো নিরাপত্তা দেওয়ার জন্য আর কোনো ভালো সমাধান নেই। তাই সর্বাধুনিক ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার সুবিধা দিতে সোলারিন স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। এই ফোন বিশ্বের অন্য যেকোনো ফোনের চেয়ে দ্রুত গতির।

১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত লন্ডনে সিরিন ল্যাবের প্রথম রিটেইল স্টোরে ফোনটি পাওয়া যাবে।

ইসরাইলভিত্তিক প্রতিষ্ঠান সিরিন ল্যাবের তৈরি ‘সোলারিন’ অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির মূল্য ১৬ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় দাম প্রায় ১৩ লাখ টাকা)।