Wednesday, 11 May 2016

বিদ্যুৎ ব্যাবহার করলে উল্টো টাকা পাওয়া যায় যে দেশে





বিদ্যুৎ ব্যাবহার করলে উল্টো টাকা পাওয়া যায় জার্মানিতে।না এটা মিথ্যা নয় শতভাগ সতি।

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিশ্বে এগিয়ে আছে জার্মানি।রোববার ৮ মে জার্মানিতে বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন হয়, যার কারনে সেখানকার গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের জন্য  উল্টো টাকা দিয়েছে দেশটির সরকার। খবর কোয়ার্টজ অনলাইনের।

গত রোববার৮ মে জার্মানিতে জ্বালানি মূল্য কয়েক ঘণ্টার জন্য কমে গিয়েছিল। সেখানে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের জন্য  সরকারের পক্ষ থেকে টাকাও দেওয়া হয়েছিল। জার্মানির পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আগোরা এনার্জি উইন্ডের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর নবায়নযোগ্য জ্বালানির মিশ্রণ ছিল প্রায় ৩৫ শতাংশ।
ক্রিসটোফ পোডেউইলস নামে আগোরার এক কর্মকর্তা বলেছেন, ‘প্রতিবছর আামাদের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ছে। তিনি বলেন জ্বালানি ব্যবস্থাপনা ভালোভাবেই কাজ করছে।’
জার্মানি ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করার পরিকল্পনা করেছে। 

Source:Prothomalo,কোয়ার্টজ অনলাইনের

No comments:
Write comments