Monday, 16 May 2016

দীর্ঘ ২০ বছর পর বিএম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি

দীর্ঘ ২০ বছর পর বিএম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি






ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজে (বিএম) দীর্ঘ ২০ বছর পর একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের র্যাং কিংয়ে জাতীয় পর্যায়ে পঞ্চম অবস্থানে রয়েছে বরিশালের বিএম কলেজ।

শুধুমাত্র  বিজ্ঞান শাখায় চলতি শিক্ষাবর্ষে  তিনশ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এ লক্ষে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিএম কলেজের সহকারী অধ্যাপক জিএম জামাল উদ্দিন বলেন, ১৯৯৫/৯৬ সালের দিকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি  বন্ধ হয়ে যায়। এবার পুনরায় এইচএসসিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়া গেছে।

অধ্যাপক জিএম জামাল উদ্দিন বলেন, ইতোমধ্যে বিজ্ঞান বিভাগের দুইটি ভবনে ক্লাস নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


উল্লেখ্য ১৯৯৬ সালে মন্ত্রণালয়ের এক নির্দেশে দেশের এ গ্রেডের কলেজগুলোর উচ্চমাধ্যমিক কোর্স বাতিল করা হয়। 

বিস্তারিত জানতে কলেজের ওয়েবসাইটঃ   http://www.bmcollege.gov.bd/


৩৪ তম বিসিএস এর চূড়ান্ত ক্যাডার লিস্ট




No comments:
Write comments