এক হাজার ৫৮৫ নতুন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৫৬৯ জনকে টাইম স্কেল ও ৬৫৭ জনকে বিএড স্কেল দেওয়া হবে।
এ ছাড়া কাগজ জালিয়াতি করে নতুন করে আবেদন জমা দেওয়া কয়েকজন সহকারী গ্রন্থাগারিককেও এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মে মাসের এমপিওর সভায় এসব সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ও নয় জন উপপরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
সোমবার মাউশি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রতিষ্ঠান পরিবর্তন করে দুই ধাপে ৩০৩ জন ও ১৩১ জনকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় ভুল সংশোধন অনুমোদন হয় এক হাজার ২০৩ জন শিক্ষক-কর্মচারীর। বকেয়া বেতন সংশোধন হয় ৩২১ জনের।
প্রসঙ্গত, প্রতি দুই মাসে একবার এমপিওর সভা অনুষ্ঠিত হয়। মার্চ মাসে নতুন এমপিওভুক্ত হয়েছিলেন তিন হাজার ৫৯৭ জন শিক্ষক-কর্মচারী।
উৎসঃ www.risingbd.com/
No comments:
Write comments